পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আজই করুন এই কাজ। নচেৎ কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করবে RBI

Punjab National Bank এ থাকা কোটি কোটি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে PNB সংস্থা। পিএনবির অ্যাকাউন্ট লেনদেন সংক্রান্ত মস্ত বড়ো আপডেট এইমাত্র উঠে এলো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সমস্ত গ্রাহককে বাধ্যতামূলকভাবে করতে হবে এই কাজ। ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কিং সংস্থা Reserve Bank of India এর গুরুত্বপূর্ণ নোটিশে নড়েচড়ে বসেছে ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক। জানা গিয়েছে আগস্টের মধ্যে উক্ত কাজ সম্পন্ন না করলে পরবর্তীতে বড়সড় বিপদের মুখে পড়তে হতে পারে ব্যাঙ্কের উপভোক্তাদের।

   

ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ দেশীয় ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যেটি স্বাধীনতা সংগ্রামী লালা লাজপৎ রায় ১৮৯৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই ব্যাঙ্কের সদর দপ্তর বা মেইন শাখা ভারতের রাজধানী নতুন দিল্লী তে অবস্থিত। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন মার্জ হওয়া ব্যাঙ্কগুলির কেওয়াইসি (Know Your Customer) আপডেট সংক্রান্ত নিয়মে বিরাট পরিবর্তন করেছে। আর তাতেই পিএনবি তাদের সমস্ত গ্রাহককে, যারা ইতিমধ্যেই KYC Status আপডেট করেননি, তাদের নোটিশ দিয়ে কেওয়াইসি আপডেট জমা করার জন্য নির্দেশ দিয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সূত্রে খবর, যারা বহুদিন ধরে ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেন করলেও অধিক সময় ধরে KYC স্ট্যাটাস আপডেট করাননি, তাদের এবার নোটিশ দিতে চলেছে PNB। আরবিআই এর নিয়ম অনুযায়ী সকল ব্যাঙ্ক সুবিধাভোগী, যাদের পিএনবি তে অ্যাকাউন্ট রয়েছে তাদের আগামী ৩১ শে আগস্ট, ২০২৩ পর্যন্ত নিজ নিজ ব্যাঙ্ক শাখায় কেওয়াইসি আপডেট উপযুক্ত নথি সহযোগে (ফটোগ্রাফ, বসবাসের প্রমাণপত্র, প্যান কার্ড ও Identity Card) জমা করতে বলা হচ্ছে PNB সংস্থার তরফে।

আরও পড়ুনঃ- বাংলার ওপর দিয়ে কবে ছুটবে হাই স্পীড বুলেট ট্রেন? দিনক্ষণ জানিয়ে দিলেন রেলমন্ত্রী।

উক্ত সময়-সীমার মধ্যে কেওয়াইসি জমা না করলে পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে পিএনবি গ্রাহকদের। এমনকি লেনদেন সংক্রান্ত সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হতে পারে। তাই আপনি যদি বহুদিন ধরে পিএনবি তে লেনদেন করছেন কিন্তু কেওয়াইসি জমা দেননি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিষেবা সচল রাখতে অনতিবিলম্বে আপনার নিকটবর্তী শাখায় আপনি যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বই করেছেন, সেখানে গিয়ে KYC ফর্ম প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে জমা করে আসুন।

পরবর্তী আপডেট আসছে। এমন আরও গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক এ অনুসরণ করুন। ধন্যবাদ।

টেলিগ্রাম চ্যানেল:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page