চলতি বছর ডিসেম্বর মাস থেকে রেশন পরিষেবা বন্ধ! সম্প্রতি রেশন নিয়ে এমনই কড়া বার্তা দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এর সদস্যদের মিলিত সংগঠন। তবে হঠাৎ কেনই বা রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় রেশন ডিলারশিপ সংগঠন। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে কি জানালেন AIFPSDF এর জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু।
রেশন পরিষেবা নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এআইএফপিএসডিএফ এর সাধারণ সম্পাদক বিশ্বম্বর বোস। বহু বছর ধরে কেন্দ্র সরকারে কর্মরত কর্মীরা নির্দিষ্ট হারে ডিএ পেলেও কমিশন বাড়েনি দেশের রেশন ডিলারদের। বিগত কিছুবছর ধরে দেশজুড়ে অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে রেশন ডিলাররা তাদের বহুদিনের ন্যায্য পাওনা ও দাবি নিয়ে আন্দোলন করে চলেছে।
বিভিন্ন রাজ্যের রেশন ডিলাররা তাদের প্রাপ্য কমিশন নিয়ে সরব হলেও বছরভর তাদের দাবি পূরণ না হওয়ায় এবার রেশন বন্ধের ডাক দিয়েছে AIFPSDF। উল্লেখ্য, করোনা অতিমারীর আগে ও তৎকালীন সময় থেকে মূল্য দিয়েই রেশন দ্রব্য তুলে রেখেছিলেন রেশন ডিলাররা। তবে মহামারীর সময়ে সরকারের তরফে ফ্রী রেশন দেওয়ার ঘোষণা করা হলেও সরকারি নির্দেশমাফিক রেশন উপভোক্তাদের সেই রেশন বন্টন করে দেন রেশন ডিলাররা।
পরে জরুরী কালীন সময়ে সাধারণ মানুষকে বন্টন করা রেশন সামগ্রীর টাকা সংশ্লিষ্ট ডিলারদের দিয়ে দেওয়ার ঘোষণা করে সরকার গুলি। তবে বহুদিন পার হয়ে গেলেও সেই বকেয়া টাকা ডিলারদের মেটায়নি রাজ্য সরকার। পাশাপাশি বহুদিন ধরেই রেশন সামগ্রীর ওপর কমিশনও বৃদ্ধি করেনি সরকার।
আরও পড়ুনঃ- এই নথি জমা না করলে অবসরকালীন পেনশন পাবেন না। তাড়াতাড়ি করুন।
উপরিউক্ত কারণগুলির জন্য, AIFPSDF এর দাবি মতো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন ডিলারদের দাবি পূরণ না করা হয়, তবে আগামী ডিসেম্বর মাস থেকে বাংলাজুড়ে রেশন পরিষেবা বন্ধ রাখা হবে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে All India Fair Price Shop Dealers Federation এর সদস্যদের আলোচ্য বৈঠকে।
এমন আরও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট, স্কলারশিপ, চাকরি, বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে সব আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক চ্যানেলে যুক্ত হোন।
ফেসবুক চ্যানেল:- লিঙ্ক
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- লিঙ্ক