সকলেই চান ভালোভাবে জীবন-যাপন করতে। বর্তমানে সময়ে পৃথিবীতে ভালোভাবে খেয়ে-পড়ে-ঘুরে স্বচ্ছন্দে চলাফেরা করতে গেলে প্রয়োজন টাকার। অনেকেই অনেকভাবে টাকা রোজগার করেন। কেউ সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, কেউবা শ্রমিক, কেউ নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন তো কেউ আবার কৃষিজীবী। অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া থেকেও প্রচুর টাকা রোজগার করছেন।
মোদ্দা কথা হলো, বর্তমানে বেঁচে থাকার জন্য কমবেশি সকলেরই উদ্দেশ্য টাকা রোজগার করা। কেউ কম টাকা রোজগার করছেন, কেউবা বেশি টাকা উপার্জন করছেন। কেউ দিনরাত এক করেও খুব বেশি টাকা উপার্জন করতে পারছেন না। আবার কেউ স্মার্ট ওয়ার্ক করে খুব অল্প সময় পরিশ্রম করেও অনেক বেশি অর্থ উপার্জন করতে পারছেন। তবে আজকাল কম সময়ে বেশি টাকা উপার্জনের জন্য অনেকেই লটারি কাটার দিকে ঝুঁকেছেন। লটারির মধ্যে নাগাল্যান্ড রাজ্যের Dear Lottery একটি জনপ্রিয় লটারি খেলা।
অনেকে মনে করেন লটার হলো ভাগ্যের খেলা! তবে, লটারি পাওয়া যে পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে তা কিন্তু নয়। অনেক ব্যক্তিই লটারি কেটে কোটি টাকা জিতে নিয়েছেন। আবার অনেকে বহুবার লটারি কাটার পরেও নিজের কপালে পুরস্কার জোটাতে পারেননি। তবে লটারি কাটার রয়েছে সঠিক কিছু পদ্ধতি। লটারি টিকিটের যে নম্বরগুলো কোটি টাকার পুরস্কার জিতেছে সেই সংখ্যাগুলির ওপর গবেষণা করে এই নিয়ম বের করা হয়েছে। আজ এমনই কিছু টিপস নিয়ে আলোচনা করবো যে Trick গুলি অনুসরণ করে লটারি টিকিট কাটলে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি।
আজ আপনাদের লটারি জেতার জন্য লটারি টিকিট কাটার তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করবো। এই নিয়মে আপনি নিশ্চিত লটারি না পেলেও এভাবে লটারি কাটলে আপনার ভালো অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং আপনার লটারি জেতার সম্ভাবনা বেড়ে যাবে।
আরও পড়ুনঃ- ভারতে অ্যাপল এর কারখানা তৈরি করবে টাটা রা। কমবে IPhone সহ অ্যাপল প্রডাক্ট এর দাম।
১) পুরস্কার জেতা লটারির নম্বরের বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা যায়, লটারি সিরিজের মাঝের সংখ্যা এবং শেষের অঙ্কটি পুরস্কার জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো লটারি টিকিটের সিরিজ নম্বরের মাঝের সংখ্যাটি 57 হয়ে থাকে, তবে ওই সিরিজের শেষ অঙ্কটি এমন কোনো অঙ্ক হতে হবে যার সাথে ৭ এর বিয়োগফল -1, 0 অথবা 1 হয়। তাই পুরস্কার জিততে চাইলে এই নিয়মে একবার লটারি কেটে ট্রাই করতে পারেন।
২) লটারি জেতা নম্বর গুলি গবেষণা করে দেখা গিয়েছে, লটারি জেতার পেছনে লটারি টিকিটের শুরু ও শেষের সংখ্যাটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আগের দিন লটারি সিরিজের শুরু ও শেষের অঙ্কটি যা, পরের দিন সিরিজের শুরু ও শেষে সেই অঙ্ক দ্বয় থাকলে পুরস্কার জেতার সম্ভাবনা কমে যায়। তাই আগের দিন যদি লটারিতে শুরু ও শেষের সংখ্যা 2, 4, 6 ও 8 প্রাইজ জিতে থাকে, তাহলে পরের দিন 1,3,5,7,9 এই অঙ্কগুলি পুরস্কার জেতার সম্ভাবনা বেড়ে যায়।
২) নিয়মিত লটারির রেজাল্ট দেখুন। যে সংখ্যা বা অঙ্ক গুলি লটারির পুরস্কার জিতেছে, কিছুদিন পর পর লটারি জেতার ক্ষেত্রে সেই সংখ্যা বা অঙ্ক পুনরাবৃত্তি হওয়ার বা খেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে পুরস্কার জিতেছে এমন সংখ্যা, অঙ্ক ও সিরিজ মিলিয়ে একদিন লটারি কেটে দেখতে পারেন।
এমন আরও সমস্ত তাৎপর্যপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের Telegram ও Facebook এ ফলো করুন।