ভারতে শীঘ্রই Apple এর ম্যানুফ্যাকচারিং হাব! কমবে ‘মেড ইন ইন্ডিয়া’ IPhone এর দাম।

ভারতে খুব তাড়াতাড়ি তৈরি হতে যাচ্ছে অ্যাপল এর Manufacturing Hub! ভারতে Apple এর কারখানা তৈরি হলে কমতে পারে আইফোনের দাম। ভারতে অ্যাপল এর প্রডাক্ট তৈরি করা সর্বপ্রথম কোম্পানি হতে চলেছে টাটা ট্রাস্ট। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনোরূপ বিবৃতি দেওয়া হয়নি টাটা গ্রুপ বা অ্যাপল এর তরফে। তবে Times of India এর খবর সূত্রে আপডেট খুব শিগগিরই ভারত হতে চলেছে অ্যাপল এর পরবর্তী ম্যানুফ্যাকচারিং হাব। আর এটা হলে আমদানিকৃত ট্যাক্স এর মূল্য একেবারেই কমে যাবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহলের বিশেষজ্ঞরা।

   

বিশেষ সূত্র মারফত আপডেট, কর্নাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত Westron Corporation Manufacturing কারখানের একটা অংশ কিনতে চলেছে TATA Group। যার আনুমানিক ছয়শো মিলিয়ন ডলার টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। যদিও চলতি বছর আগস্ট মাসেই অ্যাপল কোম্পানি ও টাটাদের মধ্যে ভারতে অ্যাপল এর কারখানা তৈরি নিয়ে বৈঠক হবে। অন্দরের খবর বর্তমানে উইস্ট্রোন এ কর্মরত কর্মীর সংখ্যা প্রায় দশ হাজার। যা হস্তান্তরের পর আগামী ২৪ সালের মধ্যে তিনগুণ করবে টাটা কোম্পানি।

টাইমস অফ ইন্ডিয়া সূত্রে আরও খবর, প্রাথমিক ভিত্তিতে $১.৮ বিলিয়ন (ভারতীয় টাকা) মূল্যের আইফোন তৈরি করবে টাটা সংস্থা। উল্লেখ্য কিছুদিনের মধ্যেই বাজারে IPhone 15 Series লঞ্চ করবে Apple Company। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অ্যাপল প্রডাক্ট এর ম্যানুফ্যাকচারিং হাব সংযোজনকারী চতুর্থতম দেশ হতে যাচ্ছে ভারত ভারত।

আরও পড়ুনঃ- সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার টাকা কামানের সুযোগ দিচ্ছে সরকার!

tata-apple-knot
Apple Products

সম্প্রতি কিছুদিন আগেই G20 সম্মেলনের পরে ইউরোপের বিভিন্ন দেশসহ মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বাণিজ্য নীতি নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এর পরেই ভারতে অ্যাপল এর হয়ে টাটা গ্রুপের কারখানা তৈরির পরিকল্পনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তবে, ভারতে অ্যাপল এর প্রডাক্ট উৎপাদন কারখানা তৈরি হলে তা যে ভারতীয় অর্থনীতিতে লক্ষ্যনীয় পরিবর্তন আনবে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ভারতে তৈরি ‘Made in India’ IPhone তথা অ্যাপল প্রডাক্ট এর দাম অনেকটাই কমবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

অ্যাপল প্রডাক্ট ও আইফোন এবং এমন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে আপডেট নোটিফিকেশন পেতে চাইলে হোয়াটসঅ্যাপটেলিগ্রাম এ আমাদের ফলো করুন।

Like Facebook Page