জিও সিম ব্যবহারকারীদের জন্য বিরাট বড়ো খুশির খবর।এবার জিও গ্রাহদের একেবারে বিনামূল্যে 4G ফোন উপহার স্বরূপ দিচ্ছে রিলায়েন্স জিও। Jio Sim ব্যবহারকারীরা কিভাবে এই ফ্রি জিও ৪জি ফোন পেতে পারেন বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করা হচ্ছে।
বিভিন্ন সময়ে কাস্টমারদের আকর্ষণ করতে বিভিন্ন ফিচার বিশিষ্ট নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে থাকে দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio। এই প্ল্যানগুলি জনপ্রিয় করে তুলতে বিভিন্ন তারকাদের দিয়ে অ্যাড দেখানোর পাশাপাশি উক্ত Recharge Plan গুলিতে মাঝে মধ্যেই নানারকম অফার দিয়ে থাকে Telecom সংস্থাগুলি।
সেরকমই জিও তার প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক/সাবস্ক্রাইবার দের জন্য এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে জিও। জিওর এই অফারের কাছে কুপোকাত অন্যান্য SIM Network সংস্থাগুলি। জিও তার Prepaid ও Postpaid গ্রাহকদের জন্য এই অফার দিয়ে থাকে সীমিত সময়ের জন্য। এই বিষয়ে বিশদে জানতে জিও এর Official Website কিম্বা Jio Retailer দের কাছে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন।
উল্লেখ্য, দেশের সবচেয়ে সস্তা ফোরজি ফোন হিসেবে বেশ কয়েক বছর আগে এই ফোনটি লঞ্চ করে। বিশেষত যারা ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী হলেও দাম বেশি হওয়ায় অ্যান্ড্রয়েড ফোন Afford করতে পারননি, তাদের জন্য মাত্র দেড় হাজার টাকার মধ্যে এই দুর্দান্ত ফিচার যুক্ত জিও ৪জি ফোন বের করে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা।
আরও পড়ুনঃ- দুর্গাপূজায় পুজো কমিটি গুলোকে ৭০ হাজার টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বিরাট আপডেট।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোনে 4G নেটওয়ার্ক সংযোগ ছাড়াও 4GB ROM, 512MB RAM, 2000 mAH Battery, VGA Front Camera, 2 MP Rear Camera ও 2.4 Inch Quarter Video Graphics Array Display বর্তমান।
এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সব রকমের নিত্যনতুন খবরের আপডেট প্রতিদিনই পেতে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল ও জয়েন করুন।
টেলিগ্রাম:- Link
WhatsApp:- Link