দুর্গাপূজায় পুজো কমিটি গুলোকে ৭০ হাজার টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বিরাট আপডেট।

দুর্গা পুজোর আগে পুজো কমিটিগুলির কাছে সাহায্যের আবেদন করলেন মুখ্যমন্ত্রী।

   

আর মাত্র পঁচিশ দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আরম্ভ হওয়ার। এরই মধ্যে বাংলার দুর্গা পুজো কমিটি গুলির কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বঙ্গের দুর্গাপূজার আয়োজক ক্লাবগুলোর কাছে প্রয়োজনমতো সাহায্যের আবেদন করতে শোনা গেল তৃণমূল নেত্রীর কন্ঠে।

আসলে কোভিডের পর থেকেই ক্লাবগুলিকে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা করার জন্য আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত বছর ৬০,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছিল, যে সকল ক্লাবগুলি দশ বছর বা তারও বেশি সময় ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে। এরইমধ্যে গত বছর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাঙালির প্রাণের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।

UNESCO এর Intangible Culture Heritage এর তকমা পেয়েছে বাঙালির আবেগের শারদোৎসব। তাই দুর্গা পুজোর অনুদান ১০,০০০ টাকা বাড়িয়ে এবছর দুর্গাপূজা আয়োজন করার জন্য সত্তর হাজার টাকা করে দেওয়া হচ্ছে ক্লাবগুলিকে। ২০২১ সালে এই অনুদানের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা।

তবে এইবছর নিয়ম শিথিল করা হয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, কোনও কোনও ক্লাব যদি এবার নতুন পুজোও শুরু করে, তবে তদেরও অনুদান দেওয়া হবে, তবে এক্ষেত্রে তাদের প্রথমে স্থানীয় পুলিশ-প্রশাসনের কাছে পুজো করার অনুমতি নিতে হবে। অনুমতি মিললেই আবেদন করা যাবে অনুদানের জন্য।

এদিকে রাজ্যের সরকারি কর্মীদের নিয়ে গঠিত সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টে মামলা করেছে, রাজ্য সরকার, রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্র বা অন্যান্য রাজ্য সরকার গুলির সমান হারে ডিএ দিতে না পারলেও পুজো কমিটি গুলোকে দুর্গাপূজার জন্য আর্থিক অনুদান দিচ্ছে- এটা কতটা যুক্তিসংগত? এই নিয়ে মামলার শুনানি পর্বও চলছে।

আরও পড়ুনঃ- দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম লাগু করলো ভারতীয় রেল।

ইতিমধ্যেই রাজ্যে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত ভাতাও মাসিক ৫০০ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। দুর্গাপূজার অনুদান প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোভিডের সময় থেকেই অনেক কষ্টের মধ্যে দুর্গাপূজার আয়োজন করে আসছে ক্লাবগলি। সেজন্য তাদের এই অনুদান দেওয়া হচ্ছে। এই অনুদান বাবদ রাজ্যের মোট চল্লিশ হাজার ক্লাবকে অনুদান দিতে রাজ্য সরকারের বছরে প্রায় তিনশো কোটি টাকার মতো খরচ হচ্ছে।

এদিন সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেখবেন অনেক আরশোলা আবার এর বিরুদ্ধেও কোর্ট মামলা করবে। তবে আপনাদের আজ এই অনুদান অনেক কষ্টে দিতে পারছি। ভবিষ্যতে দরকার হলে সরকার কে সাহায্য করবেন তো? পুজো কমিটি ক্লাবগুলোর উদ্দেশ্যে আবেদন মূলক প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা।

এমন আরও গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট সবার আগে পেতে আমাদের Telegram ও WhatsApp এ ফলো করুন।

WhatsApp:- Link

Telegram:- Link

Like Facebook Page