শিক্ষার্থী পড়ুয়াদের জন্য খুশির খবর। প্রথম শ্রেণি থেকে স্নাতক কোর্সে পাঠরত বিদ্যার্থীদের উচ্চ শিক্ষা লাভে আর্থিক সাহায্য প্রদান করার জন্য বছরে ন্যূনতম ২৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা করে দেবে আদিত্য বিড়লা গ্রুপ। যেসকল পড়ুয়া লেখাপড়ার জন্য বৃত্তির খোঁজ করছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন।
মূলত ভারতবর্ষের যেসব ছাত্র ছাত্রী অর্থের অভাবে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে অপারগ তাদের প্রত্যেক বছর এই স্কলারশিপ এর সুবিধা প্রদান করে আসছে Aditya Birla Foundation। এই স্কলারশিপ প্রোগ্রাম এর অধীনে পড়ুয়াদের কোর্স ফি, হোস্টেল ফি, Book stipend ও অন্যান্য আনুষঙ্গিক খরচের প্রায় সবটাই প্রদান করা হয়ে থাকে এই সংগঠনের তরফে।
এই স্কলারশিপ এ আবেদনের শর্ত:-
এই স্কলারশিপ এ আবেদনের জন্য পড়ুয়াদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে।
১) এই স্কলারশিপে আবেদনের প্রধান শর্ত হলো পড়ুয়াকে Indian হতে হবে।
২) ছাত্র ছাত্রী উভয়ই এই বৃত্তিতে আবেদনের জন্য যোগ্য।
৩) প্রথম শ্রেণি থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পর্যন্ত যেকোনো শাখার পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৪) আবেদনকারী কে পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৫) আবেদনকারীর পরিবারের Annual Income INR 6 Lakhs এর মধ্যে হতে হবে।
কোন শ্রেণীতে কত টাকা দেয়া হয়?
আদিত্য বিড়লা ক্যাপিটাল স্কলারশিপ প্রোগ্রাম এর অধীনে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বার্ষিক সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা এবং জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য ৩৬,০০০ টাকা এবং Medical ও Engineering কোর্সের UG পড়ুয়াদের জন্য প্রতি বছর ৬০,০০০ টাকা করে দেওয়া হয় Aditya Birla Group এর পক্ষ থেকে।
কিভাবে আবেদন করবেন?
উক্ত স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রথমে https://www.buddy4study.com/page/aditya-birla-capital-scholarship পোর্টালে গিয়ে Start Application এ ক্লিক করুন। এখন ইমেইল আইডি দিয়ে নথিভুক্তিকরণ সম্পন্ন করে আবেদন করার জন্য আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
দরকারি নথির সাহায্যে অনলাইন আবেদন পত্রটি নির্ভুল তথ্য দিয়ে ভালোভাবে শূন্যস্থান পূরণ করুন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে আপলোড করে দিবেন। দরখাস্ত সাবমিট করার পূর্বে সব তথ্য ভালো করে যাচাই করে নিন।
স্কলারশিপের জন্য নির্বাচিত হলে পরবর্তীতে আবেদনপত্রে দেওয়া কনটাক্ট মাধ্যমে পড়ুয়াদের সাথে যোগাযোগ করবে আদিত্য বিড়লা অর্গানাইজেশন।
আরও পড়ুনঃ- জিও সিম ব্যবহারকারীদের বিনামূল্যে JIO 4G ফোন উপহার দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
এই স্কলারশিপ এ আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখবেন আবেদনকারীরা।
১) আবেদনকারীর Aadhaar বা Voter কার্ড।
২) Passport Size এর Colour Photograph।
৩) পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৪) বর্তমানে পাঠরত কোর্সের ভর্তির Received Cop।
৫) আবেদনকারীর পরিবারের Annual Income Certificate।
আবেদনের শেষ তারিখ:-
Aditya Birla Capital Scholarship Programme এ এখন আবেদন চলছে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শেষ তারিখের আগে আবেদন করুন।
এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে প্রতিদিন নোটিফিকেশন আটডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ ফলো করুন।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
তথ্যটি ভালো লাগলে শিক্ষার্থী পড়ুয়া বন্ধুদের সাথে শেয়ার করবেন।