পোস্ট অফিসের এই স্কিমে প্রতিমাসে কমপক্ষে টাকা রেখে মেয়াদ শেষে পেয়ে যান ভালো পরিমাণ রিটার্ন।

পোস্ট অফিসের এই স্কিমে ভালো পরিমাণ সুদ দিচ্ছে ভারতীয় পোস্ট। প্রত্যেক মাসে ন্যূনতম টাকা জমিয়ে মেয়াদ উত্তীর্ণ শেষে ভালো পরিমাণ টাকা সুদ সমেত ফেরত পাবেন। ন্যূনতম কত টাকা জমা রাখবেন, কত সুদ পাবেন, মেয়াদ শেষেই বা হোতে টোটাল কত টাকা পাবেন বিস্তারিত জানুন আজকের এই আলোচনায়।

   

ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমান সময়ে অল্প কিছু করে হলেও প্রতি মাসে সরকারি কোনও বিশ্বাসযোগ্য টাকা জমা রাখা বা আরও ভালো ভাবে বলতে গেলে ভবিতব্য চিন্তা করে বর্তমানে বিনিয়োগ বা ইনভেস্ট করা। যাতে ভবিষ্যতে কর্মজীবন থেকে অবসর নিলে বা কোনও কারণে হাতে কাজ না থাকলে আপনি তখনও মোটামুটি সচ্ছল ভাবেই চালিয়ে নিতে পারেন সেই কথা চিন্তা করে অবশ্যই বিনিয়োগ করা উচিত।

পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ একটি স্কিম হলো রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমে সর্বনিম্ন আমানত প্রতি মাসে জমা রাখলে অল্প কিছু সময়ের মধ্যেই ভালো পরিমাণ টাকা রিটার্ন দিয়ে থাকে পোস্ট অফিস। এখানে প্রতি মাসে সর্বনিম্ন একশো টাকা করে জমা করা যাবে। আপনার ইচ্ছে অনুযায়ী প্রত্যেক মাসে এক হাজার, দুই হাজার টাকা করেও জমা করতে পারেন। পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের মেয়াদ পাঁচ বছর। অর্থাৎ ৫ বছর পরই জমাকৃত টাকা সুদসহ ফেরত পাবেন আপনি।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার ৬.৭%। অর্থাৎ কেউ যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে বিনিয়োগ করলে তার প্রতি বৎসর বারো হাজার এবং পাঁচ বছরে ষাট হাজার টাকা জমা হয় এবং সুদসহ তিনি মোট পাবেন একাত্তর হাজার তিনশো ঊনসত্তর টাকা।

আরও পড়ুনঃ- সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা। আপনি পেয়েছেন?

আপনি যদি প্রত্যেক মাসে দুই হাজার টাকা করে বিনিয়োগ করলে বছরে চব্বিশ হাজার টাকা জমা করবেন এবং পাঁচ বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা জমা করতে পারবেন। জমাকৃত রাশির ওপর মোট সুদ পাবেন বাইশ হাজার সাতশো বত্রিশ টাকা। এবং সুদেআসলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো বত্রিশ টাকা।

কেউ যদি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম এ জমা করে থাকেন, তবে তবে এক বৎসরে ষাট হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কালে মোট তিন লাখ টাকা জমা করবেন। এবং এই টাকার ওপর ইন্টারেস্ট পাবেন ছাপ্পান্ন হাজার আটশত ত্রিশ টাকা। এবং আপনি মেয়াদ শেষে মেট পাবেন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো ত্রিশ টাকা।

এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, স্কিম বা যোজনা, বিভিন্ন লাভজনক বিনিয়োগ, এসআইপি, শেয়ার বাজার সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ুন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

টেলিগ্রাম:- Link

WhatsApp Channel:- Link

Like Facebook Page