সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা। আপনি পেয়েছেন?

সামনেই লোকসভা ভোট। নির্বাচনের মুখে জনসাধারণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা। কিসের টাকা দেওয়া হচ্ছে। কেনই বা দেয়া হচ্ছে? আপনি টাকা পেয়েছেন? ইত্যাদি বিষয়ে খুটিনাটি ও পুঙ্খানুপুঙ্খ প্রশ্নের বিস্তারিত আপডেট উত্তর নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেশ করেছে বাংলা ওয়ার্ল্ড

   

মার্চ মাসের শুরুর দিকে পশ্চিমবাংলার নদীয়া জেলার কৃষ্ণনগরে লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে নানাবিধ কর্মসূচিতে এসেছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী তথা পদ্ম শিবিরের সুপ্রিমো নরেন্দ্র মোদি। সেখানেই আবাস যোজনার প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। যারা PMAY তে ঘরের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো টাকা পাননি, এবারে তাদের টাকা দেওয়া হচ্ছে। যারা এখনো প্রথম কিস্তি পাননি খুব শীঘ্রই পেয়ে যাবেন বলে জানিয়েছেন নমো।

প্রসঙ্গত উল্লেখ্য, আবাস যোজনা গ্রামীণ প্রজেক্টে পাকা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে থাকে সুবিধাভোগীদের। তিন কিস্তিতে প্রথমে পঞ্চাশ হাজার, দ্বিতীয়বার ষাট হাজার ও শেষ কিস্তিতে দশ হাজার টাকা আবাসন প্রকল্পে দিয়ে থাকে সরকার। যার ষাট শতাংশ দেয় কেন্দ্র এবং বাকি চল্লিশ শতাংশ দেয় রাজ্য। কেন্দ্র টাকা দিয়ে দিলেও রাজ্য টাকা দিতে দেরি করছে বলে জনসভায় বলেন মোদিজি।

আরও চল্লিশ কোটি পরিবার আবাস যোজনার টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বেশ কিছুদিন আগে আবাস যোজনার বরাদ্দ নিয়ে দূর্নীতি সামনে আসার পর আইনি জটলার কারণে এই আবাসন প্রকল্পে টাকা স্যাকশন বন্ধ ছিল। তবে রাজ্য-কেন্দ্র মতানৈক্য সংঘর্ষ ও দীর্ঘ টানাপোড়েনের পর আবার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র সরকার।

কারা PMAY এর সুবিধা পাওয়ার যোগ্য?

বার্ষিক পারিবারিক আয় তিন লক্ষ টাকার মধ্যে, ভারতবর্ষের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রয়েছে, যাদের পাকা বাড়ি নেই, এবং আবেদনকারী বা পরিবারের কোনও সদস্যই সরকারি ক্ষেত্রে কর্মরত নয়, তারা এই প্রকল্পে পাকা বাড়ির জন্য আবেদন জানাতে পারেন।

কি কি নথি প্রয়োজন?

PMAY এ আবেদন করার জন্য আবেদনকারীর নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।

  • আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র (আধার/ভোটার কার্ড)।
  • রেশন কার্ড।
  • রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আবেদনকারীর জব কার্ড।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ- উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত বড়ো আপডেট। একাদশের রেজাল্ট নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা।

বাড়ি পাওয়ার তালিকায় আপনার নাম আছে কিনা যেভাবে যেভাবে দেখবেন:-

আবাস যোজনার স্থিতি জানার জন্য প্রথমে pmayg.nic.in পোর্টালে গিয়ে awassoft এর অন্তর্গত report অপশনে যান। এরপর Beneficiary details for verification এ ক্লিক করুন। এবারে State, District, Block, Panchayat বা Municipality নির্বাচন করে সাবমিট প্রেস করলেই আপনার আবেদনের স্ট্যাটাস অর্থাৎ আপনার নামে ঘর বরাদ্দ হয়েছে কিনা বা ইতিমধ্যেই আবাস যোজনার টাকা আপনার কোটায় সরকার ছেড়েছ কিনা তাও জানতে পারবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ও গ্রামীণ প্রকল্প সম্পর্কে সবধরনের গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন এ টু যেট আপডেট সর্বাগ্রে জানতে হলে আমাদের গ্রুপে যুক্ত হতে ভুলবেন না।

হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page