স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে অ্যাকাউন্ট থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিরাট বড়ো ঘোষণা করা হলো ব্যাঙ্কের তরফে। এসবিআই ইয়োনো অ্যাপ নিয়ে দেশের বৃহত্তম ব্যাঙ্কের তরফে এই গুরুত্বপূর্ণ আপডেট গ্রাহকদের উদ্দেশ্যে। ব্যাঙ্কের তরফে সদ্য প্রকাশিত এই নোটিশে কি জানালো ভারতীয় স্টেট ব্যাঙ্ক জানতে নিচের সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
উল্লেখ্য, ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর Non Resident India গ্রাহকেরা দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে SBI YONO App ব্যবহার করার জন্য অনুমতি প্রদানের দাবি করে আসছিল। দীর্ঘদিন পর State Bank of India, নন রেসিডেন্ট ইন্ডিয়া কাস্টমারদের দাবি মেনে তাদের জন্য এই এসবিআই ইয়োনো অ্যাপ ব্যবহারের আবেদন মঞ্জুর করেছে। এখন থেকে NRI রা এই Sbi Yono অ্যাপ এ Savings ও Current Account খুলতে পারবেন এবং Yono App এর অন্যান্য পরিষেবারও সুবিধা নিতে পারবেন।
NRI রা SBI YONO App এ কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন?
প্রথমে অ্যান্ড্রয়েড প্লেস্টোর বা অ্যাপেল স্টোর থেকে এসবিআই ইয়োনো অ্যাপ টি ডাউনলোড করে নিন। এরপর অ্যাপ এ প্রবেশ করে এনআরআই অ্যাকাউন্ট খোলার জন্য NRI Option টি নির্বাচন করুন। এখন কেওয়াইসি তথ্য আপডেট করুন। এই সংক্রান্ত আপনি ইন্ডিয়ার যেকোনো এসবিআই ব্রাঞ্চ তে ডকুমেন্টস জমা করার সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ- এই স্কলারশিপ এ আবেদন করে বিদ্যার্থীরা পেয়ে যান ১২,০০০ টাকা প্রতিবছর। আবেদনের শেষ তারিখ কবে?
এবারে আপনার সুবিধামতো Branch সিলেক্ট করে Next করুন। তারপর আপনার NRI নাগরিকদের SBI YONO এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি Indian Embassy, Court Magistrate, Foreign Officer বা High Commission এর প্রতিনিধি দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। এবং অ্যাকাউন্ট খুলতে সর্বশেষ ধাপ- এর পরবর্তী প্রক্রিয়াকরণ এর জন্য আপনি কর্তৃক নির্বাচিত SBI শাখায় জিমেইল মেসেজ করতে ভুলবেন না।
এমন আরও গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ লেটেস্ট আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এ অনুসরণ করতে ভুলবেন না।
Telegram Channel:- Link
WhatsApp Group:- Link