এই স্কলারশিপ এ আবেদন করে বিদ্যার্থীরা পেয়ে যান ১২,০০০ টাকা প্রতিবছর। আবেদনের শেষ তারিখ কবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ছাত্র ছাত্রীদের জন্য সুখবর। আজ একেবারে ভিন্ন ধরনের একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে। এই বৃত্তি তে আবেদন করলে যোগ্য প্রার্থীরা বছরে ১২,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে যাবেন সরকারের তরফে। ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন সমস্ত টা নিচে আলোচনা করা হলো।

   

এই স্কলারশিপ টি অ-হিন্দি ভাষী ছাত্র ছাত্রীদের হিন্দি বিষয় পড়তে আগ্রহ সৃষ্টি ও গবেষণার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে প্রতিবছর যোগ্য শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে অনুরোধ করা হচ্ছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় Eligibility Criteria:-

Hindi Scholarship 2023 এ আবেদনের জন্য আবেদনকারীর নিচে উল্লিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।

১) আবেদনকারী শিক্ষার্থী কে অ-হিন্দিভাষী রাজ্যের বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী কে অবশ্যই রেগুলার কোর্সে পাঠরত হতে হবে।
৩) একাদশ শ্রেণি থেকে গবেষণা স্তর পর্যন্ত বিদ্যার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
৪) এই বৃত্তিতে আবেদনের জন্য পড়ুয়াকে মূল বিষয় বা সাবসিডিযারি সাবজেক্ট হিন্দি নিয়ে পড়ে থাকতে হবে।
৫) যেসকল আবেদনকারীর মাতৃভাষা হিন্দি, তারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন না।
৬) যারা একই সাথে দুটি বা তারও বেশি কোর্স করছেন তারাও এই স্কলারশিপের জন্য যোগ্য নন।

কত টাকা স্কলারশিপ পাওয়া যায়?

এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক ৩,৬০০ টাকা, স্নাতক স্তরের শিক্ষার্থীরা বছরে ৬,০০০ টাকা এবং স্নাতকোত্তরের বিদ্যার্থীরা বার্ষিক ১২,০০০ টাকা পেয়ে থাকেন।

আবেদন করবেন কিভাবে (Application Process):-

এই স্কলারশিপ এ অফলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র সংগ্রহ ও পাঠানোর ঠিকানা:-

Public Instructions Director (S & S), West Bengal, Department of Scholarships & Stipends, Education Department, West Bengal, Bikash Bhawan, 8th Floor, Bidhannagar, Kolkata, 700091

আবেদনপত্র ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে ছাত্র ছাত্রীদের আবেদন পত্র জমা করতে হবে উক্ত অফিসে বিকেল 12 pm to 4 pm এর মধ্যে।

আরও পড়ুনঃ- শিক্ষার্থী পড়ুয়াদের বার্ষিক ১ লক্ষ টাকা বৃত্তি দিচ্ছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। কি কি ডকুমেন্টস প্রয়োজন?

প্রয়োজনীয় নথি (Essential Documents):-

হিন্দি স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের এই বৃত্তি তে আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে।

১) আবেদনকারীর UIDAI কার্ড।
২) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩) যে কোর্সে আবেদন করবেন তার আগের ক্লাসে বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৪) বয়েসের প্রমাণপত্র।
৫) নতুন কোর্সে ভর্তির প্রমাণপত্র।
৬) প্রার্থীর পরিবারের বার্ষিক ইনকামের সার্টিফিকেট।
৭) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস।

আবেদনের Last Date:-

উক্ত স্কলারশিপ এ, চলতি বছর ডিসেম্বর এর শেষ সপ্তাহ পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

এইরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এ জয়েন করুন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link