ছাত্র-ছাত্রীদের বার্ষিক ২.৫ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। শীঘ্রই আবেদন করুন।

দু:স্থ মেধাবী পড়ুয়াদের জন্য ভালো খবর। উচ্চ মাধ্যমিক পাস, স্নাতকে পাঠরত পড়ুয়াদের উচ্চশিক্ষা লাভ ও লেখাপড়ার সাহায্যার্থে বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশন। ছাত্র ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন। বাড়িতে বসে মোবাইলে বা ল্যাপটপ এর মাধ্যমেই আবেদন জানানো যাবে।

   

দরিদ্র, মেধাবী পড়ুয়ারা যাতে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য প্রতিবছর শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়ে থাকে Reliance Foundation। এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? আবেদন প্রক্রিয়া কি এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ আলোচনাটি মন দিয়ে পড়ুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা আবশ্যক।

১) Reliance Foundation Scholarship 2023 এ আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো, আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী কে যেকোনো শাখায় স্নাতক স্তরে প্রথম বর্ষে Admission নিয়ে থাকতে হবে।
৩) আবেদনকারী কে উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে পাস করে থাকতে হবে।
৪) কেবল রেগুলার কোর্সে পাঠরত শিক্ষার্থীরাই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
৫) বিদ্যার্থী কে অবশ্যই UGC স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
৬) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বাৎসরিক ইনকাম আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৭) মহিলা এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা প্রায়োরিটি পাবেন।

বৃত্তির পরিমাণ:-

এই স্কলারশিপ পাওয়ার জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীরা বার্ষিক সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে যাবেন রিলায়েন্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

কিভাবে আবেদন করবেন?

Reliance Foundation Scholarship 2023-’24 এ আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা প্রথমে https://reliancefoundation.org/ এই ওয়েবসাইটে গিয়ে UG Scholarship এ যান। এরপর Apply Now এ ক্লিক করুন। এখন আপনার সামনে অনলাইন আবেদন পত্রটি ওপেন হবে। প্রয়োজনীয় নথি সহযোগে অ্যাপ্লিকেশন ফর্মটি সটিক তথ্য দিয়ে ভালোকরে পূরণ করুন।

আবেদনের সময় ছবি, সিগনেচার ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড দিবেন। Application সাবমিট এর আগে সমস্ত তথ্য খতিয়ে দেখে দরখাস্ত Submit করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-

উক্ত স্কলারশিপ এ আবেদনের জন্য প্রার্থীরা নিচের ডকুমেন্টস গুলি প্রস্তুত রাখবেন।

১) আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড)।
২) আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৩) 10+2 ক্লাসে বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৪) বর্তমান কোর্সে ভর্তির স্লিপ।
৫) পরিবারের বাৎসরিক আয়ের শংসাপত্র।
৬) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

আরও পড়ুনঃ- SBI তে অ্যাকাউন্ট থাকলে বড়ো ঘোষণা। YONO App সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট।

অ্যাপ্লিকেশন এর শেষ তারিখ:-

এই স্কলারশিপ এ বর্তমানে আবেদন প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আবেদন করার শেষ তারিখ ১৫ই অক্টোবর, ২০২৩। ইচ্ছুক প্রার্থীরা নেটওয়ার্ক এরর এড়াতে শেষ তারিখের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কলারশিপ এর বিস্তারিত বিবরণ পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ অনুসরণ করুন।

নির্বাচন প্রক্রিয়া:-

প্রত্যেক বছর দেশজুড়ে পাঁচ হাজার শিক্ষার্থী কে এই স্কলারশিপ দিয়ে থাকে দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশন। বিদ্যার্থীর মেধা ও বাড়ির অর্থনৈতিক অবস্থার উপর বিচার করে স্কলারশিপ প্রাপকের তালিকা তৈরি করা হয়। ছাত্রীরা ও Physically Challenged শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। আবেদনকারী স্কলারশিপের জন্য নির্বাচিত হলে তাদের ইমেইল ও দরখাস্তের সময় দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হবে সংস্থার তরফে। স্কলারশিপ এর জন্য আবেদনকারী কে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যোগ্য ও নির্বাচিত স্কলারশিপ প্রাপকদের বৃত্তির টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।

ফেসবুক:- Link

টেলিগ্রাম:- Link

Like Facebook Page