সরকারি এই স্কলারশিপ এ আবেদন করলে ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন স্টুডেন্ট রা।

ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা পড়ুয়ারা বিশেষত মেধাবী শিক্ষার্থীদের যাতে কেবল অর্থের অভাবে বা পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকার কারণে তাদের যাতে উচ্চশিক্ষা থমকে না যায় তার জন্য দুঃস্থ ও মেধাবী পড়ুয়া যারা পড়াশোনা করতে আগ্রহী তাদের লেখাপড়ার খরচের দায়ভার নিয়ে থাকে ভারত সরকার। এর জন্য কোর্স অনুযায়ী বিভিন্ন রকম বৃত্তি প্রদান করে থাকে কেন্দ্র। আজকে কেন্দ্র সরকার প্রদত্ত তেমনি একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে তথ্য আলোচনা করতে চলেছি।

   

আজ যে স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি সেটি হলো ইয়ং অ্যাচিভার্স স্কলারশিপ অ্যাওয়ার্ড স্কীম ফর ভাইব্রান্ট ইন্ডিয়া (YASASVI) বা সংক্ষেপে যশস্বী স্কলারশিপ প্রোগ্রাম বলা যেতে পারে। এই স্কলারশিপ এ আবেদনের জন্য কিরকম যোগ্যতা প্রয়োজন? ছাত্র-ছাত্রীরা বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন পুঙ্খানুপুঙ্খ তথ্য নিচের নিবন্ধে আলোচনা করা হলো।

আবেদন যোগ্যতা:-

১) আবেদনকারীদের OBC, EBC (ইকনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস) বা যাযাবর শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।
২) আবেদনকারী স্টুডেন্ট এর পরিবারের বাৎসরিক ইনকাম আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে।
৩) কেবল Class IX, X, XI ও XII এর ছাত্র-ছাত্রীরাই Pradhan Mantri YASASVI এর জন্য আবেদন জানাতে পারবেন।

বৃত্তির পরিমাণ:-

প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপের অধীনে ক্লাস নাইন ও টেনের পড়ুয়াদের বার্ষিক পঁচাত্তর হাজার টাকা এবং 10th ও 12th এ পাঠরত পড়ুয়াদের ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রতিবছর দেওয়া হয়ে থাকে।

আবেদন প্রক্রিয়া:-

প্রধানমন্ত্রী যশস্বী স্কলারশিপ এ আবেদন করতে ইচ্ছুক পড়ুয়ারা https://yet.nta.ac.in/ এই পোর্টালে গিয়ে প্রথমে নাম রেজিষ্ট্রেশন করে নেবেন। এরপর রেজিষ্ট্রেশন আইডি দিয়ে লগইন করে স্কলারশিপ এর জন্য অনলাইন আবেদন পত্রটি Fill up করবেন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। শেষে সমস্ত তথ্য যাচাই করে আবেদন ফাইনাল সাবমিট করবেন।

আরও পড়ুনঃ- রান্নার গ্যাসের দাম কমলো ২০০ টাকা। ৫২৯ টাকায় গ্যাস পাবেন সাধারণ মানুষ।

দরকারি ডকুমেন্টস:-

১) আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড/স্কুল আইডেন্টিটি কার্ড)।
২) পড়ুয়ার/পরিবারের একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর।
৩) পাসপোর্ট সাইজের ছবি।
৪) আবেদনকারী শিক্ষার্থীর 8TH ও 10TH স্ট্যান্ডার্ড এর মার্কশীট ও শংসাপত্র।
৫) বিদ্যার্থীর পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য।

স্কলারশিপ এর জন্য প্রবেশিকা পরীক্ষা:-

Pradhan Mantri Yasasvi স্কলারশিপ পাওয়ার জন্য শিক্ষার্থীদের NTA পরিচালিত একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় মোট ১০০ নম্বরে MCQ টাইপের প্রশ্ন আসে এইসব বিষয়ে,
১) Mathematics-30 Marks
২) Science-20 Marks
৩) Social Science-25 Marks &
৪) General Knowledge-25 Marks

গুরুত্বপূর্ণ ডেট:-

প্রতিবছর জুলাই-আগস্ট মাস নাগাদ এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়। এবছর আবেদনের শেষ তারিখ ছিল ১৬ই আগস্ট। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী বছর আবেদন করতে পারবেন।

এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কলারশিপ ও বৃত্তি সংক্রান্ত খবর সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম মাধ্যমে যুক্ত হোন।

টেলিগ্রাম মাধ্যমে ফলো করুন:- Link

Like Facebook Page