পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে বড়ো আপডেট। গ্রাহকেরা পাবেন বিশেষ সুবিধা।

পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। Punjab National Bank এর গ্রাহকদের জন্য এক অনন্য সুবিধা নিয়ে এলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নতুন কি আপডেট আনলো PNB -ব্যাঙ্কের কাস্টমারদের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

   

বর্তমানে ডিজিটালাইজেশন এর যুগে অফিস, ব্যাঙ্ক সহ বিভিন্ন প্রযুক্তি সংস্থাই এক্সচেঞ্জ এর ঝামেলা ছাড়াই পারফেক্ট ক্যাশ পেমেন্ট সহ বড়ো অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকে অফিস-সংস্থাগুলি। সেরকমই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য এক বিশেষ সুবিধা সম্পন্ন একটি নতুন পেমেন্ট অ্যাপের সূচনা করেছে।

উক্ত অ্যাপটি হলো PNB Digital Rupay App। এই অ্যাপটি আপনি গুগল প্লেস্টোর ও অ্যাপল স্টোরে পেয়ে যাবেন। এই ‘পিএনবি ডিজিটাল রূপে’ অ্যাপটির মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট ও পাসবই রয়েছে এমন গ্রাহকেরা Quick Response (QR Code) কোড স্ক্যান করে টাকা পয়সা লেনদেন করতে পারবেন।

এই প্রথম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অর্থ লেনদেন বা পেমেন্ট এর মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সহজতর ও সহজলভ্য করে তোলার জন্য এই অ্যাপের সূচনা করেছে পিএনবি কর্তৃপক্ষ। এর আগে PNB গ্রাহকদের টাকা লেনদেনের জন্য কোনো অফিশিয়াল অ্যাপের সূচনা সা করলেও এখন থেকে Punjab National Bank এর উদ্যোগে কাস্টমাররা পিএনবি Digital Rupay App এর মাধ্যমে QR কোড স্ক্যান করে টাকা দেওয়া-নেওয়া করতে পারবেন।

কিভাবে ডিজিটাল রূপে অ্যাপ এ নিজেদের নথিভুক্তকরণ করবেন গ্রাহকেরা?

PNB Digital Rupay App এ রেজিষ্ট্রেশন এর জন্য আগে গুগল প্লেস্টোর থেকে উক্ত অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সহিত যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে সেটি Registration এর সময় দিতে হবে এবং App এ পিন সেট-আপ করতে হবে।

আরও পড়ুনঃ- বিশেষ কারণে দুর্গা পুজোয় ছুটি বাতিল সরকারি কর্মীদের।

এখন পিন সেট হয়ে যাওয়ার পরে ওয়ালেট সিলেক্ট করুন। এবারে PNB A/C এর সাথে উক্ত অ্যাপটির লিঙ্ক আপ করাতে হবে। তারপর আপনার পিএনবি ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য উক্ত অ্যাপে নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এই অ্যাপের মাধ্যমে যেকোনো ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আপনি।

বাংলা ওয়ার্ল্ড এর অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ ফলো করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page