বিশেষ কারণে দুর্গা পুজোয় ছুটি বাতিল সরকারি কর্মীদের।

বিশেষ কারণে পুজোর ছুটি বাতিল করা হলো সরকারি কর্মীদের। বিশেষ বিজ্ঞপ্তি নোটিশ জারি করে বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, এইসকল সরকারি কর্মীদের দুর্গাপূজার ছুটি বন্ধ থাকবে। বিশেষ কোন কারণে বাঙালির প্রাণের ও শ্রেষ্ঠ উৎসবে সরকারি কর্মচারীদের ছুটি বন্ধ থাকতে চলেছে, বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

   

বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। যদিও বাঙালি বারো মাসে তেরো পার্বণ পালন করে থাকে। তবে দুর্গাপূজার এই সময়টা বাঙালির প্রাণের ও সবচেয়ে বড়ো শ্রেষ্ঠ উৎসব। ক্যালেন্ডার ধরলে শারদোৎসব আরম্ভ হতে হাতে গোনা আর মাত্র একমাস বাকি। শারদপ্রাতে শিউলি সুবাসে ভরে উঠেছে সকাল। কাশফুল ফুটতে শুরু করেছে। আকাশে মেঘ পেঁজা তুলোর মতো।

পুজোর দিনগুলিতে খুশির এই মরশুমে সকলেই চায় চাকরি-বাকরি, অফিস,-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠানের কাজকর্ম থেকে অব্যাহতি পেতে, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জনদের সঙ্গে, ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া, আড্ডা, গান ইত্যাদিতে মেতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বাঙালি। অনেকে পুজোর ছুটির এই লম্বা সময়টা বাইরেও ঘুরতে যেতে পছন্দ করেন। তবে এমন সময় যদি টিভির সামনে বসে ছুটি বাতিলের ঘোষণা শুনতে পান, তবে কারই বা মন ভালো থাকে?

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশিরভাগ রাজ্য সরকারি দপ্তরের অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত ইত্যাদি পুজোর সময়টা ছুটি থাকলেও এবছর দুর্গাপূজায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছুটি পাবেন না। পুজো মণ্ডপ পরিক্রমা করা কাতারে কাতারে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সরকারের তরফে জানানো হয়েছে দুর্গাপূজার সময়ে বিভিন্ন পুজো মণ্ডপে যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হয়, ইলেক্ট্রিসিটি সংক্রান্ত কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, কারেন্ট এর ঘাটতি যাতে না হয় তার জন্য বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার কাছে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের আর্জি জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি লোডশেডিং না হওয়া, সাধারণ মানুষের সুবিধার বিষয়টি মাথায় রাখা এবং পুজো কমিটি গুলোতে বিদ্যুৎ পরিষেবা অটুট রাখতে সত্তর হাজারের বেশি বিদ্যুৎকর্মী কে পুজোর সময়টাতে কাজে লাগানো হবে।

আরও পড়ুনঃ- আরও কমলো রান্নার গ্যাসের দাম। এই রেশন কার্ড থাকলে লাডলি বেহেনা যোজনায় ৪৫০ টাকারও কমে LPG সিলিন্ডার পাবেন মহিলারা।

এবছর পুজো কমিটি গুলোকে বিদ্যুতের খরচের ওপর ছেষট্টি শতাংশ ছাড় দেবে রাজ্য সরকার। বিপদ কালীন ও জরুরি ভিত্তিতে চালু করা হচ্ছে সাহায্যকারী নম্বর। ফোন করলেই রাজ্য সরকারের সংশ্লিষ্ট টিম নির্দিষ্ট ঘটনাস্থলে পৌঁছে যাবে। বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনার মোকাবিলার জন্য তিনশোর ও বেশি ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি কে প্রস্তুত রাখা হচ্ছে।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের খুটিনাটি ও কারেন্ট আপডেট পেতে আমাদের অবশ্যই টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ অনুসরণ করুন।

Telegram Channel:- Link

WhatsApp Channel:- Link

Like Facebook Page