একই পরিবারের একাধিক ব্যক্তি অযোগ্যভাবে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছেন নাতো? তদন্ত চালাবে রাজ্য সরকার!

কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। তবে এখন ডিজিটাল বার্থ সাটিফিকেট কেই সর্বাধিক প্রাধান্য যুক্ত ডকুমেন্টস হিসেবে গণ্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বিভিন্ন যোজনার সুবিধা নেওয়া, পাসপোর্ট তৈরি ইত্যাদি ক্ষেত্রে এই কার্ডের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে চলেছে। কেউ যাতে অবৈধভাবে কোনো প্রকল্পের সুবিধা নিতে না পারে তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান, রেশন কার্ড ইত্যাদি বিভিন্ন নথির সাথে আধার তথ্য লিঙ্ক করা এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে সারা দেশে।

   

আধার নথিভুক্তিকরণ বা Unique Identification সিস্টেম এর মাধ্যমে নজর রাখা হয় কেউ যাতে অসাধু উপায়ে সরকারের কোনো প্রকল্পের অসদ্ব্যবহার করতে না পারে। সেই একই পদ্ধতি অবলম্বন করে এবার থেকে রাজ্যেও চালু হতে চলেছে নতুন প্রকল্প- এক পরিবার এক পরিচিতি কার্ড (Unique Family Identification Number)। এই কার্ডের মাধ্যমে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের উপর কড়া নজর রাখতে চলেছে।

অনেক সময়ই আমজনতার তরফে অভিযোগ ওঠে, সরকারি নির্দেশিকায় বিভিন্ন সামাজিক প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করে একই পরিবারের একাধিক ব্যক্তি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে চলেছেন অবৈধভাবে। আবার অনেক পরিবারের সদস্যরা যোগ্য হয়েও রাজ্য বা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। তাই কোনো ব্যক্তিই যাতে সরকারের কোনো প্রকল্পের সুবিধা অযোগ্য ভাবে না পায় এবং যোগ্যরা যাতে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় তা পর্যালোচনা করাই এই নতুন প্রকল্পের মূল উদ্দেশ্য হতে চলেছে।

ইতিমধ্যেই রাজ্যে প্রায় আট কোটির উপরে রেশন কার্ডের সাথে আধার তথ্য সংযুক্তিকরণ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে দুর্নীতি যেমন অনেকটাই বন্ধ করা সম্ভব হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গ সরকার বিগত কয়েক মাসে যাচাইকরণের মাধ্যমে প্রায় দুই কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে বড়ো আপডেট। গ্রাহকেরা পাবেন বিশেষ সুবিধা।

রাজ্য সরকারের তরফে এই এক পরিবার এক পরিচিতি প্রকল্প চালু হয়ে গেলে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কার্যকলাপের ওপর নজর রাখা অনেকটাই সহজ হবে। কেননা এই Unique Family Identification Number কার্ড এ একটি পরিবারের সমস্ত সদস্যের গুরুত্বপূর্ণ নথিপত্রের তথ্য (আধার, ভোটার, প্যান, জন্ম প্রমাণপত্র, খাদ্যসাথী নম্বর, স্বাস্থ্যসাথীর তথ্য ইত্যাদি) উল্লিখিত থাকবে।

এছাড়াও একটি পরিবারের কোন সদস্য বর্তমানে সরকারের কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাও দেওয়া থাকবে এই কার্ডে। যাতে সরকারি আধিকারিকদের সরকারের প্রকল্প সম্বন্ধে সাধারণ মানুষকে অবগত করা ও প্রকল্পেরের সুবিধা পাইয়ে দিতে সুবিধা হয়। এবং যাচাইকরণের দ্বারা কেউ যাতে অবৈধভাবে কোনো প্রকল্পের সুবিধা গ্রহণ করতে না পারে, তার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ অনুসরণ করুন।

Telegram:- Link

Facebook:- Link

Like Facebook Page