টিকিট কাটার ঝামেলা খতম। দেশে আসছে NCMC। সঙ্গে থাকছে ৩,০০০ টাকার সুবিধা।

সরকারি ও বেসরকারি চাকরিজীবী ও নিত্যযাত্রীদের জন্য সুখবর। দেশে লাগু হতে চলেছে NCMC (ন্যাশনাল কমন মবিলিটি কার্ড)।পাশাপাশি থাকছে ৩,০০০ টাকা পর্যন্ত সুবিধা। কেওয়াইসি ছাড়াই আবেদন করা যাবে। কিভাবে আবেদন করবেন? আপনার এলাকায় কবে চালু হবে? বিস্তারিত জানতে পড়ুন নিচের প্রতিবেদনটি।

   

আপনি কি বাড়ি থেকে অফিসে গিয়ে জব করেন অথবা ব্যবসার কারণে বা শিক্ষার্থী হওয়ায় নিত্যযাত্রী? আপনাকে কি রোজ ট্রেনে, ট্রামে, বাসে কিম্বা অটোয় চেপে কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠান যেতে হয়। তাহলে এই গুরুত্বপূর্ণ খবরের আপডেটটি আপনার জন্য। কিছুদিনের মধ্যেই দেশজুড়ে চালু হতে চলেছে National Common Mobility Card। দিল্লি, ব্যাঙ্গালোরে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই কার্ডের পেছনে কি উদ্দেশ্য রয়েছে। সাধারণ মানুষের কি সুবিধা হবে এতে?

বাসে, ট্রামে, ট্রেনে, লঞ্চে এবং অটোরিকশা করে অফিসে, ব্যবসা ক্ষেত্রে কিম্বা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে বারবার টিকিট কাটতে হয় সাধারণ মানুষকে। কখন খুচরো টাকা না থাকার জন্য সমস্যায় পড়তে হয় তো কখনো টিকিট কাটতে দেরি হওয়ার জন্য ঝক্কির মধ্যে পড়তে হয় যাত্রীদের। এবার সেই ঝামেলা পোহানো থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে নয়া চিন্তাভাবনা করছে ভারত সরকার।

লন্ডন কিংবা হংকং এর আদলে দেশজুড়ে এনসিএমসি কার্ড চালুর ভাবনা চিন্তা করছে সরকার। এই একটি কার্ডের ফলে বাসে, ট্রামে, অটোতে, লঞ্চে ও ট্রেনে ভাড়া দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ। মুক্তি পাবেন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থেকে। দিল্লি এবং ব্যাঙ্গালোরে এইরূপ কার্ড চালু হলেও অন্যান্য রাজ্য গুলিতে কবে NCMC চালু হবে তা নিয়ে এখনো কিছু ঘোষণা করেনি সরকার।

আরও পড়ুনঃ- ২০২২, ২০২৩, ২০২৪ পরপর শিক্ষকতার চাকরি বাতিল। বিচারপতির কলমের খোঁচায় চাকরি খোয়ালেন এত হাজার।

importance of national common mobility card

তবে বিশেষজ্ঞ মহল প্রাথমিক ভিত্তিতে জানাচ্ছে এই ধরনের স্বয়ংক্রিয় কার্ড ভারতবর্ষ জুড়ে চালু করার জন্য বেশ কিছু অসুবিধা রয়েছে। তার মধ্যে প্রথম ও প্রধান অসুবিধা হলো ভারতবর্ষের পরিবহন ব্যবস্থা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত নয়। বিভিন্ন রাজ্য সরকার ও পাব্লিক সংগঠন দেশজুড়ে পরিবহন ব্যবস্থা কে কন্ট্রোল করে থাকে। তাই ওয়ান ওয়ে পেমেন্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় পরিবহন ব্যবস্থা কে।

এই সংক্রান্ত কোনও ঘোষণা সরকার করলে বা NCMC তে কিভাবে আবেদন করতে হবে তা জানালে সর্বশেষ আপডেট এখানে প্রকাশ করা হবে। তার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ। তথ্যটি উপযোগী মনে হলে শেয়ার করুন।

সরকারি স্কলারশিপ, চাকরি এবং বিভিন্ন বৃত্তি সংক্রান্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা গুগল নিউজ এ অনুসরণ করুন। ধন্যবাদ।

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page