সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি। ছুটির নতুন নিয়ম চালু করলো সরকার।

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য অর্থ দপ্তর। Leave Rule নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির নতুন নিয়ম চালু করলো রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে কর্মরত সকল সরকারি কর্মীদের এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে। সরকারি ছুটির নতুন আপডেট নিয়ে কি জানালো নবান্ন? কবে থেকে লাগু হচ্ছে এই নয়া নিয়ম বিস্তারিত জানুন।

   

রাজ্য সরকারি কর্মীদের লিভ রুল নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য সরকারি কর্মী মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করে ১৪ শতাংশ করেছে রাজ্য সরকার। মে মাস থেকে বর্ধিত মূল বেতনের চৌদ্দ পারসেন্ট ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীজীবীরা। পাশাপাশি ৪২,০০০ টাকার নিচে বেতনভুক্ত কর্মকর্তাদের অ্যাড হক বোনাস ৭০০ টাকা বৃদ্ধি করে ৬,০০০ টাকা করে দিয়েছে রাজ্য।

এবার সরকারি কর্মীদের ছুটি নিয়ে নতুন খুশির আপডেট। এতদিন রাজ্যের কর্মীরা অফলাইনে ছুটির (Leave Rule) জন্য আবেদন করতেন। এতে একজন সরকারি কর্মী তার কর্মজীবনে যে সর্বমোট ৩০০ দিনের ছুটির বেতন পেয়ে থাকেন। সেই ছুটির নিয়মে এবার পরিবর্তন আনলো পশ্চিমবঙ্গ সরকার। সরকার জানিয়েছে, এখন থেকে রাজ্য সরকারে কর্মরত সকল কে অনলাইনে ছুটির জন্য আবেদন করতে হবে।

চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছে রাজ্য অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, সকল কর্মচারী কে বাধ্যতামূলকভাবে এই নিয়ম মেনে চলতে হবে। অফলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে তিনশো দিনের ছুটির হিসেব মেলাতে গিয়ে ভ্রান্তির মধ্যে পড়ে বেশি বেতন ভোগ করতেন রাজ্যের কর্মীরা বলে রাজ্য সরকার সূত্রে আপডেট। অনলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুনঃ- টিকিট কাটার ঝামেলা খতম। দেশে আসছে NCMC। সঙ্গে থাকছে ৩,০০০ টাকার সুবিধা।

west-bengal-govt-employees-new-leave-rule

সরকারি কর্মীদের অনলাইনে ছুটি জানানের জন্য একটি পোর্টালও (HRMS) চালু করেছে রাজ্য সরকার। এখানে কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে, অ্যাপ্রুভাল প্রসেস, সিস্টেমেটিক ওয়ে সবটা নির্দেশিকায় বলা আছে। এর ফলে সরকারের কোষাগারে অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট, স্কলারশিপ সংক্রান্ত নিউজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প সম্বন্ধে সবধরনের পুঙ্খানুপুঙ্খ আপডেট সবচাইতে আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page