২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা কবে? সিলেবাস ও প্রশ্নের ধরনে কি পরিবর্তন হবে?

২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে চলেছে? সিলেবাস, নম্বর বিভাজন ও প্রশ্ন পদ্ধতির কি পরিবর্তন ঘটবে? রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে কি আপডেট খবর রয়েছে? সব বিষয়ে জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

   

সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর ২রা ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে পরীক্ষা শেষ হয়েছে ১২ই ফেব্রুয়ারী। পরীক্ষায় বসেছিলেন নয় লাখের কিছু বেশি পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন সাত লক্ষের কিছু বেশি। পাশের হার ৮৬.৩১ শতাংশ। প্রতি একশো জনে অকৃতকার্য হয়েছেন ১৪ জন পরীক্ষার্থী।

এবছর অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যাটা দেড় লাখের কিছু বেশি। কেন এত বেশি সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিকে ফেল করছেন তা নিয়ে উদ্বিগ্ন খোদ মধ্য শিক্ষা বোর্ডও। এদিন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ২০২৪ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি পর ২০২৫ সালের মাধ্যমিক নিয়ে বড়ো ঘোষণা করলেন পর্ষদ সভাপতি।

২০২৫ সালে ফেব্রুয়ারী মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা। যেহেতু ফেব্রুয়ারী মাসে বেশ কিছু ছুটি রয়েছে, তাই এখনই পঁচিশে মাধ্যমিকের রুটিন প্রকাশ করেনি বোর্ড। তবে খুব শীঘ্রই ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। নতুন রুটিন প্রকাশিত হলে তা আপনাদের নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হবে। সেজন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন।

আরও পড়ুনঃ- মধ্যবিত্তের হেঁশেলে আগুন! বাড়তে চলেছে গ্যাস সিলিন্ডার প্রতি খরচ।

big-update-about-wb-10th-exam-2025

এছাড়াও মাধ্যমিক পরীক্ষা সেমেস্টার পদ্ধতিতে হবে নাকি বার্ষিক ভিত্তিতে হবে? পরীক্ষার নম্বর বিভাজন কি একই থাকবে? প্রশ্নের ধরনে পরিবর্তন হবে কিনা তা এখনই পর্ষদ বা রাজ্য শিক্ষা দপ্তরের তরফে কোনও নির্দেশিকা আপডেট নেই। পর্ষদ এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিলে আমাদের পোর্টালে তা প্রকাশ করা হবে। সেজন্য আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিবরণ এবং প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন বিষয় সমস্ত প্রকার লেটেস্ট আপডেট তথ্য সবার আগে জানতে হলে নিচের লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

Like Facebook Page