চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর।জেলায় বিপুল শূন্যপদে ICDS অঙ্গনওয়ারি কর্মী ও হেল্পার নিয়োগ।

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। জেলায় অসংখ্য শূন্যপদে আইসিডিএস (Integrated Child Development Service) কর্মী নিয়োগ। নিয়োগ করা হবে অঙ্গনওয়ারি দিদিমণি ও অঙ্গনওয়ারি হেল্পার (সহায়িকা) পদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। শূন্যপদ ২,৬৭২।

   

ICDS অঙ্গনওয়ারি চাকরি হলো- ৬ বছরের নিচে শিশুদের ও শিশুদের মায়েদের শিক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতার গুরুত্ব ইত্যাদি বিষয়ে শিক্ষনীয় আলোচনা বিষয়ে আলোকপাতের পাঠদান। সাধারণত অঙ্গনওয়ারি সেন্টার গুলিতে প্রাথমিক বিদ্যালয়ের পূর্ববর্তী শিক্ষনীয় পাঠদান ও বাচ্চাদের পুষ্টিকর খাবার (দুপুরের মিল) প্রদান করা হয় সরকারের তরফে। এছাড়াও ফল, পশু পাখি, উদ্ভিদ, শাক সবজি ইত্যাদি চেনানো ও তার কাজ এবং পুষ্টিগুণ (যটি যেখানে প্রযোজ্য) সম্বন্ধে ছবির মাধ্যমে আলোচনা করে শেখানো হয় ছয় বছরের কম বয়সী শিশুদের যারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি।

প্রায় ৯ বছর ধরে স্থগিত ছিল রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় ICDS অঙ্গনওয়ারি কর্মী নিয়োগ প্রক্রিয়া। নিয়োগে দুর্নীতির কারণে মামলা জটে ঝুলে ছিল চাকরি। উল্লেখ্য, রাজ্যে ৬,৩৪৫ টি অঙ্গনওয়ারি কেন্দ্র রয়েছে। এবং এই সেন্টারগুলোয় মোট শূন্যপদের সংখ্যা দুই হাজার ছয়শো বাহাত্তর টি। তার মধ্যে এক হাজার ঊনচল্লিশ জন ICDS শিক্ষিকা এবং ১,৬৩৩ টি খালি পদে অঙ্গনওয়ারি হেল্পার নিয়োগ করা হবে।

সম্প্রতি রাজ্যের বেশ কিছু চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসায় বর্তমান নিয়োগ প্রক্রিয়া গুলি অতি সতর্কতার সঙ্গে কড়াকড়ি ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলা সূত্রে জানা গিয়েছে, কেবল নির্দিষ্ট ব্লকের মহিলা প্রার্থীরা সংশ্লিষ্ট অঞ্চলে অঙ্গনওয়ারি কেন্দ্রের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।

আরও পড়ুনঃ- প্রথম থেকে স্নাতক: এই স্কলারশিপে আবেদন করে বার্ষিক ৬০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন ছাত্র-ছাত্রীরা।

দীর্ঘসময় ধরে এই নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় মুখ্যার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলায় অঙ্গনওয়ারি কর্মী পদে নিয়োগ প্রক্রিয়ায় তোড়জোড় শুরু করে দিয়েছে জেলার সরকারি শীর্ষ নেতৃত্ব ও নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত আধিকারিকেরা।

এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির বিষয়ে বিস্তারিত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এ ফলো করুন।

Telegram:- Link

WhatsApp:- Link

তথ্যটি ভালো লাগলে চাকরিপ্রার্থী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।

Like Facebook Page