বিনামূল্যে রেশনে চাল-গম-আটা দেওয়া নিয়ে মস্ত বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো।

জনসাধারণের জন্য খুশির আপডেট। ফ্রী রেশন নিয়ে বিরাট বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো খাদ্য দপ্তরের তরফে। বিনামূল্যে কন্টোলে রেশন সামগ্রী দেওয়া নিয়ে মস্ত বড়ো ঘোষণা করলো কেন্দ্র সরকার। তবে এবার থেকে কি ফ্রী তে আর রেশন মিলবে না? চাল-ডাল-গম-আটা-ছোলা-তেল-চিনি-ময়দা আর কতদিন পাবেন রেশন গ্রাহকেরা সমস্তটা জানুন আজকের এই প্রতিবেদনে।

   

দেশে এখনো এমন বহু মানুষ রয়েছে যারা দুবেলা দুমুঠো অন্ন পেট পুরে খেতে পান না। সমাজের সেইসকল দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। তার মধ্যে কেন্দ্রের আয়ুষমান ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও, গরীব অন্ন কল্যাণ যোজনার মতো একাধিক জনদরদি স্কীম আরম্ভ করে জনগণকে সুবিধা দিচ্ছে সরকার।

এখোনও বহু মানুষ রেশন থেকে প্রাপ্ত বিনামূল্যে চাল-গম-আটা এর ওপর ভরসা করে খাদ্য-সংকট দূর করে কিছুটা উদরপূর্তি করতে পারেন। কেন্দ্র সরকারের অধীনে AAY, SPHH, PHH একাধিক বিপিএল (Below Poverty Line) কার্ডের উপভোক্তারা বর্তমানে এই বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী। আবার RKSY-I ও RKSY-II এই দুই প্রকার কার্ডে রাজ্য সরকার বিনামূল্যে চাল দিয়ে থাকে।

তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর পরে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেওয়া ফ্রি ডবল রেশন দ্রব্য জনগণকে প্রদানের সময়সীমা প্রায় দুইবছর বাড়ানো হলেও বিগত একবছর থেকে খাদ্য সুরক্ষা আইনে কেবল কেন্দ্রের বরাদ্দ রেশন সামগ্রীই BPL তালিকাভুক্ত পরিবারগুলোকে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। তবে চব্বিশে লোকসভা নির্বাচনের পূর্বে দেশবাসীর জন্য সুখবর, এই ফ্রী রেশন সামগ্রী পরিষেবা আপাতত আরও তিনমাস বৃদ্ধি করেছে কেন্দ্র।

আরও পড়ুনঃ- চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর।জেলায় বিপুল শূন্যপদে ICDS অঙ্গনওয়ারি কর্মী ও হেল্পার নিয়োগ।

অর্থাৎ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত এই বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন দেশের সাধারণ মানুষ। কেন্দ্র সরকার সূত্রে খবর, ইতি সারা দেশে রেশন উপভোক্তার সংখ্যা একশো কোটি ছাড়িয়ে গিয়েছে। তবে অনেকেই এখনো রেশন কার্ড (ডিজিটাল) তৈরি করেননি। যেহেতু Ration Card একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। তাই যারা এখনো রেশন কার্ড তৈরি করেননি। APL হোক বা BPL -সকলকেই রেশন কার্ড তৈরি করে নেওয়ার জন্য আবেদন করেছে Department of Food and Suppliers, Government of India।

রেশন সামগ্রী সংক্রান্ত ও রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও নানান চাকরি বিষয়ে আপাদমস্তক আপডেট পেতে হলে আজই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।

Telegram Channel:- Link

WhatsApp Group:- Link

তথ্যটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। এরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট পেতে আমাদের (www.banglaworld.org) সাইটটি গুগলে নিয়মিত ভিজিট করুন।

Like Facebook Page