বাড়িতে বসে মাত্র ৫ মিনিটে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করুন। জেনে নিন পদ্ধতি।

অতিমারীর পরে এখন অধিকাংশ মানুষই বাইরের রাজ্যে কাজ করতে যাওয়ার তুলনায় নিজের বাড়িতে থেকেই ছোটো খাটো কোনো না কোনো ব্যাবসা করছেন। আর এই ব্বসার জন্য প্রয়োজন ট্রেড লাইসেন্স এর। হ্যাঁ, এখন সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে ব্যবসা করতে গেলে প্রয়োজন ছোটো-বড়ো সকল ব্যবসায়ীদেরই Trade Licence এক অত্যাবশ্যকীয় ও প্রয়োজনীয় ডকুমেন্ট এ পরিণত হয়েছে। আর এই ট্রেড লাইসেন্স কিভাবে পাবেন তা ভেবেই কালঘাম ছুটে যায় এই ব্যবসায়ীদের।

   

আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো, কিভাবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমেই মাত্র পাঁচ মিনিটে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন? ট্রেড লাইসেন্স এ আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে অনুরোধ করা হচ্ছে।

Trade Licence এর জন্য কিভাবে আবেদন করবেন?

ট্রেড লাইসেন্স এ আবেদনের জন্য প্রথমে https://wbprdgpms.in/ এই ওয়েবসাইটের হোমপেজে গিয়ে Trade N.O.C. New এ যান। এরপর ট্রেড লাইসেন্স এর জন্য আবেদনের অনলাইন ফর্মটি আপনার ডিভাইসের স্ক্রিনে ভেসে উঠবে। এখন যে যে তথ্য জানতে চাওয়া হয়েছে যেমন- নাম, অ্যাড্রেস ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন। এবারে আপনার ব্যবসার ধরন ও টাকার পরিমাণ নির্বাচন করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাট সাইজে স্ক্যান করে আপলোড করবেন এবং শর্তাবলির চেকবক্স ক্লিক করুন।

এরপর আপনার আবেদন প্রক্রিয়া সফল ও সম্পন্ন হওয়ার একটি ম্যাসেজ আসবে। এবং আবেদন সংক্রান্ত একটি Reference Identity Number আপনি পাবেন। এই রেফারেন্স আইডি টি যত্ন সহকারে রেখে দিন ভবিষ্যতে ট্রেড লাইসেন্স এর আবেদন সংক্রান্ত Status জানার জন্য। উল্লেখ্য আপনি যে পরিমাণ টাকা আপনার ব্যবসার ধরণ অনুযায়ী সিলেক্ট করেছিলেন তা অনলাইনে যেকোনো মাধ্যমে কাটাতে পারবেন। টাকা পেমেন্ট সফল হলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার নোটিফিকেশন আসবে।

আরও পড়ুনঃ- JMS Merit Trust স্কলারশিপ এ আবেদন করে স্টুডেন্ট রা পেয়ে যান বছরে ১২,০০০ টাকা।

ট্রেড লাইসেন্স এর জন্য দরকারি নথি:-

Trade Licence বানানোর জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।

১) আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ও ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনও একটি নথি।
২) আবেদনকারীর একটি বৈধ ও চালু থাকা মোবাইল নম্বর।
৩) জমির রেকর্ড/পর্চা।

এমন গুরুত্বপূর্ণ আরও সব ধরনের নিত্যপ্রয়োজনীয় খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের WhatsApp এ ফলো করুন।

WhatsApp Group:- Link

Like Facebook Page