JMS Merit Trust স্কলারশিপ এ আবেদন করে স্টুডেন্ট রা পেয়ে যান বছরে ১২,০০০ টাকা।

পড়ুয়াদের জন্য আনন্দের খবর। সেসকল স্টুডেন্ট স্কলারশিপ সাহায্য নিজেদের পড়াশোনা কে গতিশীল রেখেছেন তাদের জন্য আরও একটি নতুন স্কলারশিপ এর আপডেট। সরকারের পাশাপাশি বহু বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য বৃত্তি প্রদান করে আসছে। আজ তেমন একটটি স্কলারশিপ জেএম সেঠিয়া ট্রাস্টের একটি মেরিট স্কলারশিপ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি।

   

এই JMS Merit Trust Scholarship এ কারা আবেদন করতে পারবেন? আবেদন প্রক্রিয়া কি? আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, সমস্তটা a to z নিচে আলোচনা করা হলো। এই স্কলারশিপ এ আবেদন করতে আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে বলা হচ্ছে।

কারা আবেদন করতে পারবেন?

নিন্মলিখিত শর্তগুলো পূরণ করলে JMS Trust Scholarship এ আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা।

১) আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী কে পশ্চিমবঙ্গের যেকোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান পাঠরত হতে হবে।
৩) নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন।
৪) পড়ুয়াকে এই স্কলারশিপ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে ৭৫ শতাংশ, স্নাতক ডিগ্রিতে ৬৫% এবং প্রফেশনাল কোর্স এর ক্ষেত্রে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে।
৫) পরিবারের বার্ষিক আয় ১.২ লাখ টাকার মধ্যে হতে হবে।

উপরিউক্ত এই শর্তগুলো মানলে তবেই এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন বিদ্যার্থীরা।

স্কলারশিপের অনুদানের পরিমাণ:-

জেএমএস চ্যারিটেবল ট্রাস্ট বিভিন্ন কোর্সে পাঠরত পড়ুয়ারা নিম্নলিখিত পরিমাণ বৃত্তি প্রদান করে থাকে।

১) IX ও X ক্লাসে পাঠরত পড়ুয়াদের প্রতিবছর ৪,৮০০ টাকা দেওয়া হয়ে থাকে।
২) একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেক বছর ৬,০০০ টাকা বৃত্তি দিয়ে থাকে JMS Trust।
৩) বিএ, বিএসসি ও বিকম কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ফি বছর ৭,২০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
৪) এমএ, এমএসসি ও এমকম এ পাঠরত বিদ্যার্থীদের প্রত্যেক বছর ৮,৪০০ টাকা এবং
৫) Medical, Engineering, Pharmacy, Law ইত্যাদি প্রফেশনাল কোর্সে পাঠরত স্টুডেন্টদের প্রত্যেক বছর ১২,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে উক্ত সংস্থার তরফে।

কিভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপ এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা https://jmstrust.com/enrolment/ এই ওয়েবসাইট থেকে আবেদন পত্র প্রিন্ট করে তা ভালোকরে দরকারি নথির সাহায্যে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে নিম্নলিখিত অ্যাড্রেস এ প্রেরণ করবেন।

আরও পড়ুনঃ- একবার টিকিট কেটে ৮ বার ট্রেনে সফর করুন। ভারত ভ্রমণের স্বপ্ন পূরণ করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-

JM Sethia Charitable Trust, Biplabi Rash Behari Basu Road, Kolkata, 700001

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

১) আবেদনকারীর আধার কার্ড।
২) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩) বর্তমান পাঠরত কোর্সের পূর্বের শ্রেণীর মার্কশীট।
৪) BPL Card (If Any)।
৫) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
৬) উপযুক্ত সরকারি আধিকারিক প্রদত্ত পরিবারের বাৎসরিক ইনকামের প্রমাণপত্র।
৭) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে রোজ আপডেট পেতে আমাদের ফেসবুক এ ফলো করুন।

ফেসবুক গ্রুপ:- Link

Like Facebook Page