কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে মস্ত বড়ো আপডেট এইমাত্র উঠে এলো।

কেন্দ্র সরকার ও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে মস্ত বড়ো আপডেট এইমাত্র উঠে এলো দুই সরকারের তরফে। একদিকে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সেপ্টেম্বর মাসে ফের খুশির খবর আসতে চলেছে। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধি নিয়ে কি খবর অপেক্ষা করছে তাদের জন্যে? এবার রাজ্যের সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে বোমা ফাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনসভায় এসে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কি জানালেন তিনি?

   

প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্র সরকারের অধীনে চাকরিরত কর্মীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সরকারি বিভিন্ন অন্দরমহল ও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ফের প্রায় তিন শতাংশ ডিএ বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সবকিছু ঠিকঠাক থাকলে এবং এই বাড়তি ডিএ লাগু হলে ৪৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মীরা। এর ফলে কেন্দ্র সরকারে চাকুরীজীবিদের মূল বেতন অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করছে বিশেষজ্ঞ মহল ও সরকারি কর্মীরা।

অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে মুখ খুললেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের একটি জনসভায় এসে তৃণমূল সুপ্রিমো জানান, রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উন্নয়ন খাতে বরাদ্দ একশো দিনের কাজের টাকা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা বাবদ প্রায় ১ লক্ষ কোটি টাকার বেশি অর্থ কেন্দ্রের কাছে পায় রাজ্য। দিল্লীর দরবারে বারবার টাকার জন্য দাবি করলেও সামান্য টাকাই পাওয়া গেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ- বাড়িতে বসে মাত্র ৫ মিনিটে ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করুন। জেনে নিন পদ্ধতি।

যদিও সম্প্রতি রাজ্যের গ্রামোন্নয়োন ও পঞ্চায়েত উন্নতির খাতিরে প্রায় ১,৬০০ কোটি টাকা রাজ্য কে দিয়েছে কেন্দ্র সরকার। তবে মুখ্যমন্ত্রীর সংযোজন, বাংলার উন্নয়ন খাতে বহু প্রকল্পের টাকা আটকে রেখেছে দিল্লী। রাজ্যের কাছে বাকি রাখা সেই টাকা দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে কেন্দ্র সরকার বলে জানিয়েছেন মাননীয়া। আর এদিকে বাংলা কে বঞ্চনা করে উন্নয়ন খাতে বেশ কিছু প্রকল্পের টাকা না দেওয়ায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের তরফে।

উপরন্তু রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি নিয়ে লাগাতার আন্দোলন করলেও রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনও সিন্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের অর্থকোষ থেকে বকেয়া ডিএ দিলে এবং রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করলে রাজ্য সরকারই দেউলিয়া হয়ে পড়বে। তাই ডিএ বৃদ্ধি নিয়ে এখনই সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না রাজ্য সরকার।

চাকরি, স্কলারশিপ ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Google News ও ফলো করুন।

Google News:- Link

Like Facebook Page