ঐতিহাসিক বিরল নজির! এইদিন মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে?

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত মস্ত বড়ো আপডেট এইমাত্র উঠে এলো। এবছর মাধ্যমিকের আগেই প্রকাশ পেতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ঠিক কবে জানা যাবে রাজ্যের দুই মেগা পরীক্ষার রেজাল্ট? এই বিষয়ে কি জানালেন রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য্য? লেটেস্ট আপডেট জানুন এই প্রতিবেদনে।

   

সদ্য শেষ হয়েছে রাজ্যের এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থী, অভিভাবক সকলেই চেয়ে রয়েছেন ফলাফল প্রকাশের তারিখ কবে ঘোষণা করে WBBSE ও WBCHSE সেই অপেক্ষায়। যদিও সামনে লোকসভা ভোট রয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে উঠে আসা খবরের আপডেট, ভোটের মরশুমেই প্রকাশ পাবে দশম ও দ্বাদশের ফলাফল। পর্ষদ ও সংসদ সূত্রেও তেমনটাই ইঙ্গিত মিলেছে।

কিছুদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তাছাড়া এবার বোর্ড ও কাউন্সিল কে অনলাইন পদ্ধতিতে নম্বর জমা দেবে স্কুলগুলি। ফলত, আরও কম সময়ে রেজাল্ট বের করা সম্ভব বলে জানিয়েছে বিশেষজ্ঞ মহলের কর্তাব্যক্তিরা।

ওয়াকিবহাল মহল ও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে আপডেট, এবছর মাধ্যমিকের আগেই প্রকাশ পেতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর তা হলে ঐতিহাসিক বিরল নজির তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষানুরাগীরা। উল্লেখ্য আগামী ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। রাজ্যে মোট সাত দফায় ঊনিশে এপ্রিল থেকে শুরু করে ১লা জুন পর্যন্ত ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। নির্বাচনী ফলাফল ৪ঠা জুন।

আরও পড়ুনঃ- ডিএ ছাড়াও সরকারি কর্মীদের আরও ৬টি মাসিক ভাতা বৃদ্ধি করলো সরকার।

wbbse result will publish before 12th

বিশেষ সূত্রে খবর, এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশ পেতে পারে Higher Secondary এর ফল। নির্দিষ্ট পোর্টালে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। স্কুলগুলি মার্কশীট বিতরণ করবে পনেরো দিন পর থেকে। এরপর মাধ্যমিকের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি প্রকাশ পেতে চলেছে মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিক পরীক্ষার্থীরাও ওয়েবসাইটে একই পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবেন। তবে ফলাফল প্রকাশের দিনই তাদের হাতে মার্কশীট তুলে দেবে স্কুলগুলি।

২০২৪ সালের Uchcha Madhyamik ও Madhyamik পরীক্ষা সংক্রান্ত সবরকম A to Z সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের ফলো করুন নিচের মাধ্যম গুলিতে।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page