ডিএ ছাড়াও সরকারি কর্মীদের আরও ৬টি মাসিক ভাতা বৃদ্ধি করলো সরকার।

সরকারি কর্মীদের জন্য ভীষণ সুখবর। এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আরও বেশি বেশি টাকা। লাখ লাখ সরকারি চাকুরিজীবীদের মহার্ঘ্য ভাতা ছাড়াও আরও ছয়টি গুরুত্বপূর্ণ ভাতা বা অ্যালাওয়েন্স বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র সরকার। ভোটের আগে লক্ষ্মী লাভের এই খবরে খুশির সাগরে ভাসছেন সরকারি কর্মচারীরা।

   

সরকারি কর্মজীবীরা তাদের কর্মজীবনে DA ছাড়াও ঘরভাড়া (House Rent Allowance), যাতায়াতের ভাড়া (Travel Allowance), স্বাস্থ্য পরিষেবা ভাতা (Medical Allowance), সন্তানের পড়াশোনার জন্য ভাতা (Child Education Allowance) সহ একাধিক অ্যালাওয়েন্স পেয়ে থাকেন। এই ভাতা গুলি প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর বৃদ্ধি পেয়ে থাকে।

সম্প্রতি চলতি বছর মার্চ মাসে কেন্দ্রীয় কর্মকর্তাদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়িয়েছে সরকার। এবার লোকসভা নির্বাচনের আগে বড়ো ঘোষণা করলো কেন্দ্র। ডিএ এর পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের আরও ৬ গুরুত্বপূর্ণ মাসিক ভাতা বাড়িয়ে দিল মোদি সরকার। কোন কোন ভাতা বৃদ্ধি পেল নিচে একনজরে পুরোটা দেখে নিন।

পার্লামেন্ট সম্পর্কিত ভাতা:- সরকারি নিয়ম অনুযায়ী পার্লামেন্টের কাজের সাথে যুক্ত কর্মীদের ভাতা ভাতা দেড় হাজার টাকা থেকে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে ২,২৫০ টাকা করা হয়েছে।

Child Education Allowance

কেন্দ্রীয় সরকারি কর্মীরা দুটি সন্তান পর্যন্ত শিক্ষার প্রয়োজনীয় খরচ কেন্দ্র সরকার কর্তৃক দুই হাজার দু’শ পঞ্চাশ টাকা পেতেন। এবার মাসিক ভাতা পরিমাণ ৪,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করলো কেন্দ্র। সন্তান হোস্টেলে পড়াশোনা করলে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পান কর্মীরা।

Night Duty Allowance

যেসকল সরকারি কর্মীরা রাত্রি দশটা হতে সকাল ছয়টা পর্যন্ত কাজ করে থাকেন, তাদেরও মাসিক ভাতা বা NDA বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ তেতাল্লিশ হাজার ছয়শো টাকা মাসিক বেতন পর্যন্ত এই ভাতা বহাল থাকছে।

প্রতিবন্ধী শিশু যত্ন ভাতা:- প্রতিবন্ধী শিশু জন্মের পর দু’বছর বয়স পর্যন্ত প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

আরও পড়ুনঃ- লক্ষ্মীর ভান্ডার অতীত! এবার চালু হতে যাচ্ছে সরস্বতী ভান্ডার প্রকল্প।

dopt increases six other allowance excluding da

Over Time Allowance

যেসকল সরকারি কর্মচারী নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কার্য সম্পাদন করে থাকেন, তাদেরও অতিরিক্ত OVT দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার।

ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা:- যেসকল সরকারি কর্মী বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, তাদের এক্সট্রা বোনাস হিসেবে দিয়ে থাকে কেন্দ্র সরকার যা মূল মাইনের সাথে যোগ হয়।

কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএ, অন্যান্য সমস্তরকম মাসিক বহাল ভাতা, পেনশন, চাকরি, স্কলারশিপ ও বিভিন্ন প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ বিস্তারিত লেটেস্ট আপডেট তাড়াতাড়ি পেতে আমাদের সামাজিক মাধ্যম গ্রুপে যুক্ত হন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page