পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে সর্বোচ্চ হারে সুদ। টাকা রাখলে ডবলেরও বেশি লাভ হবে।

পোস্ট অফিসের এই স্কিম এ টাকা জমা রাখলে দ্বিগুণেরও বেশি লাভবান হবেন বিনিয়োগকারীরা। অল্প সময়ের মেয়াদে পাবেন দশ লক্ষ টাকার অধিক। সম্প্রতি জমাকৃত মূলধনের ওপর সর্বোচ্চ হারে সুদ দিচ্ছে India Post। পোস্ট অফিসের এই প্রকল্পে ন্যূনতম কত টাকা জমা রাখতে হবে? কত করে সুদ পাবেন? কত বছর টাকা রাখতে হবে বিস্তীর্ণ বিবরণ আলোচ্য বিষয়ে আজকের এই প্রতিবেদন।

   

বর্তমানে টাকা জমা রাখার সবচেয়ে নিরাপদ স্থান হলো পোস্ট অফিস। পোস্ট অফিস ভারত সরকারের নিজস্ব সংস্থা হওয়ায় এখানে টাকা গচ্ছিত রাখা বা বিনিয়োগ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাছাড়া আপনি যদি কম সময়ে টাকা ইনভেস্ট করে তা দ্বিগুণ করার কথা ভাবছেন তবে পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করতে পারেন।

তেমনই একটি স্কিম হলো পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমের অধীনে আপনার মূলধন বিভিন্ন সময়ের মেয়াদে বিনিয়োগ করে একটি নির্দিষ্ট পরিমাণ সুদের হার পেতে পারেন আমানতকারীরা। তবে পোস্ট অফিসের এক, দুই এবং তিন বছর মেয়াদের Fixed Deposit এর বিকল্প থাকলেও পাঁচ বছরের এফডি কে বিনিয়োগ করাই সবচেয়ে লাভজনক হবে।

উল্লেখ্য, এক বছরের FD বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক ৬.৯ শতাংশ ইন্টারেস্ট রেট পান আমানতকারীরা। দুই বছর এবং তিন বছরের মেয়াদে জমাকৃত রাশির ওপরে যথাক্রমে ৭ শতাংশ এবং ৭.১ শতাংশ বছরে সুদ পেয়ে যাবেন। এবং পাঁচ বছর মেয়াদে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে ভারতীয় পোস্ট। এক্ষেত্রে বিনিয়োগকারী কে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুনঃ- ঐতিহাসিক বিরল নজির! এইদিন মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে?

money-will-double-under-post-office-fixed-deposit-scheme

৫ বছর পর ইনভেস্টর দ্বিগুণ লাভ পেতে পুনরায় ৫ বছরের জন্য ওই পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন। এভাবে মোট দশ বছর সময়ের মেয়াদে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে সুদসমেত দশ লক্ষ একান্ন হাজার একশো পঁচাত্তর টাকা হাতে পাবেন বিনিয়োগকারী।

পোস্ট অফিসের সমস্ত স্কীম, কেন্দ্র সরকারের সমস্ত যোজনা এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সম্বন্ধে গুরুত্বপূর্ণ ও সম্পূর্ণ বিবরণ সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের নিচে অনুসরণ করুন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page