মিলবে উচ্চ হারে চক্রবৃদ্ধি সুদ। ভারতীয় পোস্টের এই স্কিমে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পান।

পোস্ট অফিসের এই স্কিমের নাম শুনেছেন? যেন সোনায় সোহাগা প্রকল্প! দিচ্ছে উচ্চ হারে চক্রবৃদ্ধি সুদ। নির্দিষ্ট আমানত বিনিয়োগ করে কিছু সময় পরে মোটা টাকা ফেরত পাবেন। ভারতীয় পোস্টের এই স্কিমে ইনভেস্ট করতে চাইছেন? ন্যূনতম কত টাকা জমা রাখতে হবে? কতদিনের জন্য বিনিয়োগ করবেন বিস্তারিত জানুন নিচের প্রবন্ধে।

   

বর্তমানে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বিনিয়োগের ওপর বিভিন্ন স্কিম নিয়ে এসেছে ভারত সরকার। দেশে অর্থ বিনিয়োগ করার সবচেয়ে নিরাপদ জায়গা হলো ভারতীয় পোস্ট। তবে শুধু পোস্ট অফিস টাকা রাখলেই হলো না। আপনাকে সঠিক স্কিম জেনে বিনিয়োগ করতে হবে। তাহলে পাবেন মুনাফা ও সঠিক রিটার্ন। তাছাড়া India Post ভারত সরকারের নিজস্ব সংস্থা হওয়ায় মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।

তবে আপনি যদি নির্দিষ্ট সময়ের মেয়াদে টাকা ডাবল করতে চাইছেন। তবে Kisan Vikas Patra তে ইনভেস্ট করাই শ্রেয়। এখানে জমাকৃত আমাতের ওপর ৭.৫ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবেন আপনি। অর্থাৎ সুদের ওপরেও সুদ পাওয়া যায়। তাই আপনি যদি আপনার অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন এবং অল্প সময়ে টাকা দ্বিগুণ করতে চাইলে Post Office এর এই স্কিমে একবার বিনিয়োগ করে দেখতে পারেন।

KVP scheme এর অর্থ বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। তবে ন্যূনতম এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন আপনি। ১০ বছরের উর্ধ্বে যে কেউই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। একশো টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন। পূর্বে এই স্কিমে মেয়াদের সময়সীমা ছিল একশো তেইশ মাস। পরে মেয়াদ সীমা কমিয়ে তা একশো পনেরো মাস বা নয় বছর সাত মাসে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুনঃ- তিন মাস চলবে ছুটি। রেকর্ড সংখ্যক ছুটিতে সরকারের নতুন বিজ্ঞপ্তি জানুন।

high-interest-and-return-under-post-office-kvp-scheme

উল্লেখ্য, পোস্ট অফিস কিষাণ বিকাশ পত্র স্কিমে ১ লক্ষ টাকা জমা রাখলে মেয়াদ শেষে ২ লক্ষ টাকা, ২ লাখ টাকা ইনভেস্ট করলে চার লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১১৫ মাস শেষে দশ লাখ টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।

পোস্ট অফিস স্কিম, স্টেট ব্যাঙ্ক স্কিম এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প ও যোজনা সম্পর্কে নিত্যনতুন ও লেটেস্ট সম্পূর্ণ আপডেট নোটিফিকেশন পেতে নিচের চ্যানেলগুলি এখনই সাবস্ক্রাইব করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page