গ্যাস সিলিন্ডারের মূল্য থেকে কেন্দ্রের কোষাগারে কত ঢোকে? রাজ্য সরকারই বা কত পায়? রিপোর্ট চমকে দেওয়ার মতো।

বর্তমানে দৈনন্দিন জীবনে রান্নার কাজে একটি গুরুত্বপূর্ণ ও অত্যাবশকীয় উপাদান হলো এলপিজি সিলিন্ডার। গ্যাস সিলিন্ডারে উনুনে রান্নার জন্য কালি বিহীন রান্নার ক্ষেত্রে ঝক্কি পোহাতে হয় না মহিলাদের। এতে সময় সাশ্রয় হয় এবং সুবিধাও হয় রান্নার ক্ষেত্রে। তবে জানেন কি একটি এলপিজি সিলিন্ডারের মূল্য থেকে কত টাকা ট্যাক্স যায় সরকারের ঘরে?

   

বর্তমানে প্রায় দশ কোটি মহিলাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বিনামূল্যে LPG Cylinder দিয়েছে কেন্দ্র সরকার। আরও দুই কোটি উপভোক্তা কে এই প্রকল্পের ছাতার তলায় নিয়ে আসা হবে। এই প্রকল্পের সুবিধা হলো এই প্রকল্পে নাম লেখালে ৩৮০ টাকা সিলিন্ডার প্রতি, বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারের জন্য ভর্তুকি পাওয়া যায়।

তবে প্রত্যেক সিলিন্ডার প্রতি কেন্দ্র সরকার কত টাকা রাজস্ব আদায় করে? রাজ্য সরকারের কোষাগারেই বা কত টাকা ট্যাক্স যায়? তথ্য জানলে অবাক হবেন। প্রতিদিনই এলপিজি সিলিন্ডারের দাম হ্রাসবৃদ্ধি হতে থাকে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য ৯২৯ টাকা। অঞ্চলভেদে সেটা পরিবর্তিত হতে থাকে। Central Board of Indirect Taxes এর নিয়ম অনুযায়ী দেশীয় বাজারে অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সব জায়গাতেই সিলিন্ডার প্রতি পাঁচ শতাংশ হারে কর আদায় করে সরকার।

আরও পড়ুনঃ- মিলবে উচ্চ হারে চক্রবৃদ্ধি সুদ। ভারতীয় পোস্টের এই স্কিমে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পান।

how-much-commission-of-lpg-cylinder-goes-to-govt-treasury

তার মধ্যে আড়াই শতাংশ কেন্দ্র সরকারের ঘরে যায় এবং বাকি আড়াই শতাংশ রাজ্যের কোষাগারে ঢোকে। রাজ্য সরকার আলাদাভাবে কোনও ট্যাক্স ধার্য করে না। অর্থাৎ ৯২৯ টাকা যদি গ্যাসের দাম হয়ে থাকে, তবে এর বাজার মূল্য আটশো তেইশ টাকা। তেতাল্লিশ টাকা সরকারি ট্যাক্স এবং Petroleum planning and Analysis Cell এর নিয়ম অনুসারে গ্যাস ডিস্ট্রিবিউটারের কমিশন ৬১ টাকা। যার মধ্যে ৩৪ টাকা গ্যাস ভরার চার্জ এবং ২৭ টাকা ডেলিভারি চার্জ হিসেবে গণ্য করা হয়।

রান্নার গৃহস্থ এলপিজি সিলিন্ডার বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, কিম্বা পাঁচ কেজির গ্যাস সিলিন্ডার হোক এবং পেট্রোল-ডিজেল ও সোনার রুপার দৈনিক বাজার মূল্যের হ্রাসবৃদ্ধি সম্বন্ধে নিত্যনতুন নোটিশ পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page