তিন মাস ব্যাপী ছুটি চলবে। রেকর্ড সংখ্যক ছুটিতে সরকারের নতুন বিজ্ঞপ্তি জানুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তিন মাসে বাড়লো গ্রীষ্মের ছুটি। এপ্রিল, মে ও জুন মাসে একটানা ছুটির বিজ্ঞপ্তি আগেই দিয়েছিল রাজ্য সরকার। ফের একবার নতুন করে সামার ভ্যাকেশন এর নোটিশ জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর। ছুটি দাবি মেনে এবার অতিরিক্ত ছুটির ঘোষণা করলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদও। কবে কবে ছুটি থাকছে সবিস্তারে জেনে নিন সেই আপডেট।

   

ইতিমধ্যেই দেশ ও রাজ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। সাতটি দফায় নির্বাচনের কারণে রাজ্যজুড়ে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে সরকারি ছুটি থাকছে ৬মে এর আগপর্যন্ত। কেননা ৬মে থেকে রাজ্যের গ্রীষ্মের ছুটি ঘোষণা হওয়ায় উক্ত তারিখ হতে ২রা জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়, সেকেন্ডারি ও উচ্চ মাধ্যমিক স্কুলগলি বন্ধ থাকার নোটিশ দিয়েছিল রাজ্য সরকার।

তবে সম্প্রতি তীব্র গরম ও লু প্রবাহের জন্য শিক্ষার্থীদের চড়া রোদে স্কুলে যাতায়াতের সমস্যার কারণে গরমের ছুটি এগিয়ে আনার দাবি উঠছিল বেশ কিছুদিন ধরেই। অভিভাবকদের ও বিশেষজ্ঞদের দাবিমতো এদিন বুধবার অগ্রিম গ্রীষ্মের ছুটির ঘোষণা করে নবান্ন। প্রচন্ড হিটওয়েভের কারণে ছুটির পক্ষে সওয়াল করে মধ্যশিক্ষা পর্ষদও।

যদিও ২রা জুন পর্যন্ত ভোটের ছুটি এবং গরমের ছুটি কমন ছুটির মধ্যেই পড়ছে। এবং স্কুলগুলোতে পুনরায় ৩রা জুন থেকে আবার পঠন পাঠন শুরু হবে। তবে ৪ঠা জুন ভোট গণনার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা এই বিষয়ে এখনই কোনও নির্দেশিকা প্রকাশ করেনি রাজ্য শিক্ষা দপ্তর।

বাংলা সহ অন্যান্য রাজ্যগুলিরও তাপমাত্রা তরতরিয়ে বেড়েই চলেছে। বিগত কিছুদিন ধরে কলকাতার উষ্ণতা রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। উত্তরের জেলাগুলিতেও তাপমান বেশ উর্ধ্বমুখী। কার্যত কালবৈশাখী না আসা পর্যন্ত জেলায় জেলায় তাপপ্রবাহ থেকে এখনই নিস্তার নেই রাজ্যবাসীর। ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে তাই তীব্র দাবদাহের কারণে অগ্রিম ২২ শে এপ্রিল থেকে স্কুলগুলি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুনঃ- ভোটের মুখে বিজেপির জমকালো ম্যানিফেস্টো। কি কি বড়ো ঘোষণা করা হলো ইশতেহারে।

election-and-summer-holiday-for-3-month-is-increasing

গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার গরমের জন্য রেকর্ড সংখ্যক প্রায় বিয়াল্লিশ দিনের মতো বন্ধ থাকবে রাজ্যের সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান গুলি। এপ্রিল, মে ও জুন মাস মিলিয়ে রেকর্ড সংখ্যক তিন মাস ব্যাপী ভোটের আবহেই আরও একবার গ্রীষ্মের ছুটি বৃদ্ধিজনিত নতুন নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য সরকার।

সরকারের যেকোনো ছুটির আপডেট, বৃত্তির নোটিফিকেশন এবং চাকরির a to z লেটেস্ট নিউজ পড়তে হলে গুগল নিউজ এ আমাদের ফলো করুন।ধন্যবাদ। তথ্যটি উপযুক্ত ব্যক্তিদের সাথে শেয়ার করুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

গুগল নিউজ:- Link