মাথার চুল ঝরে ঝরে টাক পড়ে যাচ্ছে? চুল ক্রমশ পাতলা হয়ে দেখা যাচ্ছে টাক? চুল পড়া বন্ধ করতে ও আপনার ঘন চুল ফিরে পেতে আজকের এই প্রতিবেদনে কিছু প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতির কথা জানাবো, যার ফলে অত্যধিক মাত্রায় চুল পড়া তো বন্ধ হবেই, পাশাপাশি পাতলা চুলযুক্ত মাথাতেও নতুন চুল গজানোর সম্ভাবনা বৃদ্ধি পাবে।
মাথা ভর্তি কালো ঘন চুল, নারী-পুরুষ সকলের কাছেই সৌন্দর্যের এক অনন্য উদাহরণ। তবে এখন ঘন কালো চুল যুক্ত নর-নারীর সংখ্যা যেন দিনকেদিন কমে যাচ্ছে। অনেকেরই কম বয়সে চুল পেকে যাওয়ার মতো সমস্যা হচ্ছে, তো কারও আবার চুল ওঠার সমস্যা দেখা দিচ্ছে। মূলত অঝোরে চুল পড়ার সমস্যা সমাধানের বিস্তারিত আলোচনা নিয়েই আজকের প্রতিবেদন। যাদের এই সমস্যা রয়েছে বা হচ্ছে তাদের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
চুল ঝরার অন্যতম কারণ:-
আজকাল রাস্তায়- রেস্তোরাঁয় বেরোলেই কেমিক্যাল যুক্ত ভেজাল খাদ্য-খাবার গ্রহণ, অ্যালকোহল ও ধূমপানের নেশা এবং অনিয়ন্ত্রিত হারে বায়ু ও জল দূষণের ফলে প্রকৃতি ধীরে ধীরে বিষময় হয়ে উঠছে , চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে অল্প বয়স থেকেই জীব তথা প্রাণীকূলকে চুল উঠে টাক পড়ে যাওয়া (Baldness) এবং Alopecia -র মতো গম্ভীর সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা দূরীকরণে নিম্নলিখিত ঘরোয়া টোটকা নিয়ে হাজির হয়েছি আমরা।
চুল উঠে টাক পড়ে যাওয়া কমাতে নিম্নলিখিত উপাদান গুলির মিশ্রণ করে চুলের গোড়ায় ম্যাসাজ করলে কিছু সময়ের মধ্যেই তফাৎ বুঝতে পারবেন।
মিশ্রণ তৈরির পদ্ধতি:-
এই মিশ্রণ তৈরির জন্য প্রথমে যা করতে হবে তা হল-
এক চামচ নারকোল তেল, Vitamin E Capsule ১ টি, ১ চা চামচ Castor Oil এবং জলপাই তেল দুই চা চামচ -সবকটি উপাদান ভালোভাবে মিশিয়ে তা চুলের গোড়ার দিকে হাত বা ব্রাশ দিয়ে ম্যাসাজ করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়ায় এই তেল মেখে মাথায় কাপড় দিয়ে মুড়ে রাখবেন বা টুপি পড়েও থাকতে পারেন। পরদিন সকালে ঘুম থেকে স্নানের সময়ে চুলে শ্যাম্পু করে নেবেন।
আরও পড়ুনঃ- আপনার Gmail আইডি ডিলিট করবে Google। এই ছোট্ট কাজ করে বাঁচান আপনার গুগল অ্যাকাউন্ট কে!
উপকারিতা:-
এই প্রক্রিয়া সপ্তাহে ২-৩ দিন করতে পারলে ১-২ মাসের মধ্যে ফলাফল পাওয়া শুরু করবেন। এই মিশ্রণ চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল ঘন ও কালো হয়, চুলের গোড়া মজবুত হয়। পাশাপাশি খুশকি দূর হওয়ার সাথে কেশ এর বৃদ্ধিও ঘটে। চুলের গোড়ার কোষে রক্ত সঞ্চালন ভালো হওয়ায় Scalp গুলিও সতেজ হয়।
চাকরি, স্কলারশিপ ও সরকারি প্রকল্প সম্বন্ধে সবধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হন।
টেলিগ্রাম গ্রুপ:- Link
হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link