আপনার Gmail আইডি ডিলিট করবে Google। এই ছোট্ট কাজ করে বাঁচান আপনার গুগল অ্যাকাউন্ট কে!

বর্তমান জিমেইল বা Google Mail হলো একটি গুরুত্বপূর্ণ আইডি অ্যাকাউন্ট, যার মাধ্যমে আপনি বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলে বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারেন। এটি সাধারণত একটি ডিজিটাল ঠিকানা যা স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটার ও ল্যাপটপে Sign in করে আপনি সংশ্লিষ্ট Information গুগল (খুঁজতে) করতে পারেন। এবার আপনার এই দরকারি গুগল অ্যাড্রেস মুছে ফেলতে চলেছে স্বয়ং Google।

   

আপনি যদি আপনার গুগল আইডি বা জিমেইল অ্যাকাউন্ট কে ডিলিট হওয়া থেকে আটকাতে চান বা আপনার জিমেইল এর তথ্য মুছে ফেলা থেকে রক্ষা করতে চান, তবে আপনাকে ছোট একটি কাজ করতে হবে। ব্যাস তাহলেই বেঁচে যাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট। তবে জেনে নেওয়া যাক, কোন কাজগুলি করলে আপনার জিমেইল অ্যাকাউন্ট কে রক্ষা করতে পারবেন?

উল্লেখ্য, জিমেইল অ্যাকাউন্ট এর মাধ্যমে গুগল ড্রাইভে বিভিন্ন ফটো, ভিডিও ও ফাইল ইত্যাদি সংরক্ষণ করে রাখা যায়। এছাড়াও আপনি ইউটিউবে সাইনআপ করে ভিডিও দেখা থেকে শুরু করে সার্চ ব্রাউজারে গুগল করা ইত্যাদি gmail একাউন্ট দ্বারাই সম্ভব। তবে গুগল জানিয়েছে, ডিসেম্বরের আগে একটি ছোট্ট ভুলের কারণে বন্ধ হয়ে যেতে চলেছে GMAIL Account টি।

Gmail A/c নিষ্ক্রিয় হওয়া আটকাতে নিচের যেকোনো একটি কাজ করুন:-

প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক মাসেই কিছু গৌণ আপডেট এবং বছরে ১-২ বার একটি-দু’টি মুখ্য (মেজর আপডেট) বের করে থাকে গুগল। এবার গুগলের নতুন আপডেট, পয়লা ডিসেম্বরের আগেই তাই জিমেইল অ্যাকাউন্ট সচল রাখাতে অবশ্যই করুন এই কাজ।

কেন গুগল আইডি নিষ্ক্রিয় করা হবে?

Google সংস্থার তরফে জিমেইল ব্যবহারকারীদের পরিস্কার জানানো হয়েছে, Gmail A/C খোলার দুই বছরের মধ্যে সংশ্লিষ্ট gmail অ্যাকাউন্টে সাইনআপ বা উক্ত gmail Id ব্যবহৃত না হলে সংশ্লিষ্ট Gmail Address টি ক্লেয়ার করবে গুগল কর্তৃপক্ষ। ৩১শে ডিসেম্বর, ২০২৩ থেকে এই প্রক্রিয়াকরণ শুরু করবে গুগল।

আরও পড়ুনঃ- নেটফ্লিক্স যেকোনো প্রিমিয়াম সিনেমা দেখুন মন ভরে। জিওর এই প্রিপেইড প্ল্যান দিচ্ছে ফ্রী তে Netflix সাবস্ক্রিপশন অফার!

গুগল অ্যাকাউন্ট রক্ষা করতে নিম্নলিখিত কাজগুলো সম্পন্ন করুন:-

  • আপনার gmail থেকে অন্য কারও জিমেইল অ্যাড্রেস এ মেইল (মেইল করে) পাঠিয়ে আপনার গুগল একাউন্ট কে বাঁচাতে পারেন।
  • Google এ যেকোনো তথ্য অনুসন্ধান করলেই গুগলের উক্ত সমস্যা থেকে রেহাই পাবে সাধারণ মানুষ।
  • Google Play Store এ গুগল একাউন্ট সাইন করে কোনো App ডাউনলোড করলে।
  • Google Drive এ Videos বা Photos আপলোড করে আপরার গুগল অ্যাকাউন্ট ঠিক রাখতে পারেন।
  • এছাড়াও আপনি ইউটিউব এ আপনার জিমেইল অ্যাড্রেস টি sign up করেও আপনার Google অ্যাকাউন্ট টি সচল রাখতে পারেন।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আপডেট পেতে আমাদের Telegram ও Facebook এ যুক্ত হোন।

Telegram:- Link

Facebook:- Link

Like Facebook Page