ফেসবুক ব্যবহার কারীদের জন্য বড়ো আপডেট। ট্যুইটার এর পর এবার মেটা গ্রাহকদের থেকে প্রতি মাসে চার্জ করবে টাকা!

ফেসবুক ব্যবস্থায় বিরাট বদল। এবার থেকে ফেসবুক করতেও মাসে মাসে দিতে হবে টাকা! মেটা অধীনস্থ ফেসবুকে অ্যাকাউন্ট থাকলে, অ্যাকাউন্ট চালানোর জন্য প্রত্যেক মাসে গুনতে হবে কয়েক ডলার করে সার্ভিস চার্জ? মেটা ব্যবহারকারীদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। এই খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের।

   

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এক খবর ভাইরাল হয়েছে যে, আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না ফেসবুক। সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় মাধ্যমটি ব্যবহার করার জন্য এবার থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা চার্জ দিতে হবে মেটা কোম্পানি কে। এই খবরে চিন্তিত হয়ে পড়েন আপামর পৃথিবী বাসী। তবে Facebook করার জন্য সত্যিই কি চার্জ নিতে চলেছে Meta? কি জানাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ?

সারা বিশ্বে মূহুর্তের মধ্যে গণসংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেসবুক। আট থেকে আশি প্রায় সকলেরই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এ কোনও না কোনও অ্যাকাউন্ট রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি খবর ইতিমধ্যেই চমকে দিয়েছে সকলকেই। এখন নাকি ফেসবুক ইনস্টাগ্রাম চালানোর জন্য প্রতি মাসে কয়েক ডলার করে খরচ করতে হবে!

উল্লেখ্য, দুইবছর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার ব্লু টিক ব্যাজের জন্য প্রতি মাসে টাকা চার্জ করা শুরু করে। পাশাপাশি অ্যাড ফ্রি প্রিমিয়াম সার্ভিস এর জন্য মাসিক ও বাৎসরিক প্ল্যান লঞ্চ করে X হ্যান্ডেল। যদিও এখন ফেসবুক ও ইনস্টাগ্রামেও ভেরিফায়েড প্রোফাইলের জন্য প্রতি মাসে ৬৯৯ টাকা চার্জ করে থাকে মেটা প্ল্যাটফর্ম।

আরও পড়ুনঃ- চুল উঠে টাক পড়ে যাচ্ছে? ঘরোয়া প্রাকৃতিক উপায়ে রইলো সমাধান।

এক বিদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার থেকে মেটা প্ল্যাটফর্ম গুলিতেও (Facebook & Instagram) অ্যাডভার্টাইজমেন্ট ফ্রী সার্ভিস পেতে প্রতি মাসে গুনতে হবে ভালো পরিমাণ টাকা। সূত্রের খবর, প্রত্যেক মাসে প্রায় ২৪ ডলার করে চার্জ করা হতে পারে। তবে এই প্রিমিয়াম সার্ভিস আপাতত ইউরোপিয়ান দেশগুলোতে লাগু হতে পারে বলে খবর বিভিন্ন মাধ্যম সূত্রে।

এমন আরও টেকনোলজি সম্পর্কে গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ যুক্ত হোন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

Like Facebook Page