বাংলার মানুষ প্রতি মাসে পাবেন ১,০০০ টাকা। চালু হচ্ছে দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা পুরনো প্রকল্প ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যবাসী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পেতে চলেছেন ১,০০০ টাকা করে পেনশন। রাজ্যে পুনরায় চালু হতে চলেছে দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা সরকারের পুরনো প্রকল্প। কারা কারা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন? দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা কোন প্রকল্পে ফের আবেদন শুরু হতে চলেছে? এই প্রকল্পে আবেদনের শর্তই বা কি?

   

ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় বসবাসকারী মানুষের জন্য একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। তার মধ্যে একটি হলো লোক প্রসার প্রকল্প। এই প্রকল্পে বাংলার লোকশিল্পীদের স্বীকৃতি দেওয়া তথা তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে শক্ত করা, সর্বোপরি বাংলার বৈচিত্র্যময় লোক শিল্পকে জিইয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গে বসবাসকারী যোগ্য লোকশিল্পীদের আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে ভাতা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার।

এর মধ্যে ষাটোর্ধ লোকশিল্পী রা ১,০০০ টাকা করে প্রতিমাসে পেনশন পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফে। এছাড়া এছাড়া ষাট বছরের কম বয়সী রিটেইনার লোকশিল্পী রাও ১,০০০ টাকা করে প্রত্যেক মাসে শিল্পী ভাতা পেয়ে থাকেন।

রাজ্য সরকার ২০১৪ সালে লোকপ্রসার প্রকল্প চালু করলেও ২০১৭ সালে এই প্রকল্পে আবেদন গ্রহণ বন্ধ হয়ে যায়। ফলত, যারা পুরনো লোক শিল্পী তারাই কেবল এতকাল যাবৎ ভাতা পেয়ে আসছেন। আবেদন বন্ধ হওয়ায় নতুন লোক শিল্পীরা বা যারা বয়ঃজ্যোষ্ঠ লোকশিল্পী কিন্তু সময়মতো আবেদন করতে না পারার কারণে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

তবে নবান্ন সূত্রে আপডেট, আবার শুরু হতে চলেছে লোকপ্রসার প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। এর জন্য আগের মতোই জেলায় জেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অডিশন দিয়ে লোকশিল্পীদের আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি যারা লোকশিল্পী রয়েছেন কিন্তু এখনো পরিচয়পত্র পাননি, তাদের আইডেন্টিটি কার্ডও প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। তবে এর জন্য প্রার্থীদের নিজ জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ- দেশের মহিলাদের জন্য বড় উপহার কেন্দ্রের। প্রধানমন্ত্রীর ফটোতে দুধ ঢেলে নাচানাচি করে উদযাপন করলেন মহিলারা!

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী কে লোকশিল্পী হতে হবে এবং যেকোনো লোকশিল্প চর্চা, শিল্প সমন্বয়ের দলের সাথে বেশ কিছু বছর ধরে যুক্ত থাকতে হবে বা লোকশিল্পমূলক বিভিন্ন অনুষ্ঠানে (বাউল, খন গান, ভাওয়াইয়া, ইত্যাদি বাংলার লোকশিল্প) অংশগ্রহণ করে থাকতে হবে।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট পেতে আমাদের Google NewsTelegram এ অনুসরণ করুন।

তথ্যটি ভালো লাগলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন কিম্বা প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।