কৃষকদের জন্য দারুণ উদ্যোগ সরকারের। প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার ১৫তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এবার ১৬তম কিস্তির টাকা পাঠানো নিয়ে প্রস্তুতি চলছে। এরই মাঝে কৃষকদের আয় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে বিজেপি শাসিত নরেন্দ্র মোদি সরকার।
কৃষকদের আয় বাড়তে চলেছে। আগেই চাষিদের কৃষিকাজের সুবিধার্থে বীজ, সার ও কীটনাশক কেনার জন্য তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা প্রদান করে আসছে কেন্দ্র সরকার। এবার মহিলা চাষিদের আয় বাড়ানো হতে পারে বলে সরকারি আধিকারিক সূত্রে খবর।
কেন্দ্র সরকার সূত্রে আপডেট, মহিলা কৃষকেরা দারুণ লাভবান হতে চলেছেন। সূত্রের খবর, মহিলাদের আয় দ্বিগুণ করার কথা ভাবছে কেন্দ্র। অর্থাৎ পিএম কিষাণ যোজনার আওতায় মহিলা চাষিরা এবার থেকে ছয় হাজার টাকার পরিবর্তে ১২,০০০ টাকা বার্ষিক ভাতা পেতে চলেছেন। নিজস্ব চাষযোগ্য জমি রয়েছে এমন কৃষকরাই এই সুবিধা পাবেন।
বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী অর্থ বাজেটেই এই বিরাট ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। এই ঘোষণা হলে মহিলা কৃষকেরা লাভবান হওয়ার সাথে সাথে তাদের সামগ্রিক আয়ও বৃদ্ধি পাবে বলে মনে করছে কেন্দ্র সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, পুজোর আগেই গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম মোট দুইশো টাকা কমিয়েছে কেন্দ্র। ভর্তুকি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন রাজ্যে একাধিক প্রকল্প রূপায়নের মাধ্যমে মহিলাদের হাতে নগদ দেওয়ার কথা ভাবছে নরেন্দ্র মোদি সরকার।
আরও পড়ুনঃ- এলপিজি সিলিন্ডার ব্যবহারের নিয়মে বিরাট পরিবর্তন। গ্যাস ব্যবহারের খরচ বাড়তে চলেছে।
সামনেই রয়েছে চব্বিশে লোকসভা নির্বাচন। নির্বাচনের আগেই কেন্দ্র সরকার কর্তৃক মহিলাদের নগদ বৃদ্ধির ঘোষণা কে, ব্যালট বাক্সে ভোট আকর্ষণে প্রয়াস বলে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওয়াকিবহাল মহলের বক্তব্য, কেন্দ্রের এমন সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে ভোটব্যাংকে দারুণ প্রভাব ফেলবে।
এমনি আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন তাজা খবরের খুটিনাটি ও সঠিক আপডেট সর্বদা সবার আগে পেতে চাইলে আমাদের নিম্নের সোশ্যাল মিডিয়া গ্রুপ এ যুক্ত হন।