কন্যা সন্তানের জন্ম হলেই ২১,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে পাবেন?

মায়েরা কন্যা সন্তানের জন্ম দিলেই একুশ হাজার টাকা পাবে সংশ্লিষ্ট পরিবার। কন্যার লালন-পালন, পড়াশোনা ও ভবিষ্যত সুনিশ্চিত করতে এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ্ঞে হ্যাঁ, কন্যা সন্তানের জন্ম দেয়াকে সমর্থন করার জন্য এবং কন্যা সন্তান বোঝা না ভাবার জন্য এই যুগান্তকারী পদক্ষেপ নিল সরকার। এই প্রকল্পের সুবিধা কারা, কিভাবে, কখন পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

   

আমরা যতই বলিনা কেন সমাজ আধুনিক হচ্ছে, তা সত্ত্বেও একটা জিনিস লক্ষ করা যায়, বহু পরিবার এখনো কন্যা সন্তান জন্ম দেওয়াকে বোঝা হিসেবে দেখে। আমাদের দেশেই এমন অনেক পরিবার মেয়ে জন্ম হলে নাক সিটকোয়। এমনকি পরপর দু’বার বালিকা জন্ম দেওয়ার জন্য মায়েদের ওপর অত্যাচার পর্যন্ত করা হয়। এইসব নিদারুণ নিষ্ঠুর ও করুন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার গুলি বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে কন্যাদের স্বপক্ষে।

কন্যা সন্তানের ভবিষ্যৎ প্রগতির উত্তরণে এবং কন্যা জন্মগ্রহণ কে উৎসাহিত করার জন্য এমনই এক গুরুত্বপূর্ণ স্কিম চালু করেছে হরিয়ানা সরকার। এই রাজ্যে সর্বাধিক মাত্রায় কন্যা ভ্রুণ হত্যা বন্ধ করতে এবং রাজ্যের লিঙ্গ অনুপাতের (Gender Ratio) বৈষম্য দূর করতে আপকি বেটি হামারি বেটি (Apki Beti Hamari Beti) প্রকল্পের সূচনা করেছে Haryana সরকার।

এই প্রকল্পের অধীনে রাজ্যের কন্যা সন্তানদের সুরক্ষিত করতে ২১,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে আসছে উক্ত রাজ্য সরকার। কন্যা সন্তান জন্মের পর এই প্রকল্পে নির্দিষ্ট পদ্ধতিতে নাম নথিভুক্ত করতে হয়। এরপর কন্যার বয়স ১৮ বছর পূর্ণ হলেই সংশ্লিষ্ট পরিবারের হাতে নগদ একুশ হাজার টাকা তুলে দিয়ে থাকে হরিয়ানা রাজ্য সরকার।

এই প্রসঙ্গে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের দরিদ্র সীমার নিচে জীবনধারণ কারী বিপিএল ও তপশিলি পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে উক্ত প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য এই https://wcdhry.gov.in/schemes-for-children/abhb/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কন্যার নাম, জন্মতারিখ ও পরিবারের মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি সহযোগে প্রকল্পের আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে দরকারি ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট অধিকর্তার করণে জমা করতে হবে।

আরও পড়ুনঃ- নভেম্বরে সরকারি কর্মী ও শিক্ষার্থীদের একটানা ৫ দিন ও ২ দিন ছুটি। কবে থেকে খুলছে স্কুল?

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে কন্যার বয়স ১৮ বছর হলেই সংশ্লিষ্ট পরিবার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১,০০০ টাকা পেয়ে যাবেন। উল্লেখ্য, এই প্রকল্পে আবেদনের জন্য কন্যার মাতা-পিতা কে অবশ্যই হরিয়ানা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবেই এই প্রকল্পের সুবিধা পাবে সংশ্লিষ্ট পরিবার বলে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ সূত্রে খবর।

এরম আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন টাটকা খবরের লেটেস্ট আপডেট পেতে আমাদের Telegram, WhatsApp, Facebook অথবা Google News এ অনুসরণ করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page