নভেম্বরে সরকারি কর্মী ও শিক্ষার্থীদের একটানা ৫ দিন ও ২ দিন ছুটি। কবে থেকে খুলছে স্কুল?

নভেম্বর মাস পুজোর মাস। এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে। তার মধ্যে এই মাসে দিওয়ালি, ভাতৃদ্বিতীয়া ও ছট্ পূজা ইত্যাদি পড়ায় ছুটির ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করেছে। রাজ্য সরকার ইতিপূর্বেই কালীপূজা ও ছটপুজো উপলক্ষ্যে বেশ কিছুদিন ছুটি ঘোষণা করেছেন। একটানা পাঁচদিন ও ২ দিন বন্ধ থাকবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস, কোর্ট-কাছারি।

   

পশ্চিমবঙ্গ সরকার নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, কালীপূজা, ভাই দোহজ ও বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে পরপর পাঁচদিন ও ছট পূজা উপলক্ষ্যে একনাগাড়ে দুইদিন ছুটি থাকবে সরকারি কর্মচারী ও পড়ুয়াদের। উল্লেখ্য, উৎসেবর দিনগুলি রবিবার পড়ায় পরের দিন অতিরিক্ত ছুটি ধার্য করেছে পশ্চিমবঙ্গ সরকার। কবে কবে ছুটি থাকছে? কবে থেকেই বা বিদ্যালয়-কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি পুজোর ছুটির পরে ফের খুলতে চলেছে?

১২ই নভেম্বর কালীপূজা রবিবার পড়ায় দীপাবলির ছুটি দেওয়া হয়েছে ১৩ই ও ১৪ই নভেম্বর যথাক্রমে সোমবার ও মঙ্গলবার। এরপর ১৫ই নভেম্বর বুধবার ভাতৃদ্বিতীয়া ও বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে সরকারি অফিস-কাছারি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৬ই নভেম্বর ভাইফোঁটার পরবর্তী অতিরিক্ত একদিন ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

এছাড়া পরবর্তী সপ্তাহে ১৯শে নভেম্বর ছট্ পূজা রোববার হওয়ায় এর জন্য অতিরিক্ত একদিন সোমবার, ২০শে নভেম্বর ছুটি দেওয়া হয়েছে। নবান্ন ও শিক্ষা দপ্তর সূত্রে আপডেট, পূর্ব ঘোষণা মতো ছট পূজার ছুটির পরের দিন অর্থাৎ ১৭ই নভেম্বর থেকে আবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলি পুরোদমে খুলে যেতে চলেছে। এরপর নির্বাচনের পূর্বে বেশ কয়েক দফায় অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন বোর্ডের বিভিন্ন ক্লাসের বার্ষিক পরীক্ষা।

আরও পড়ুনঃ- মহার্ঘ্য ভাতা বৃদ্ধির জন্য তৎপরতা মুখ্যমন্ত্রীর। এবার সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির জন্য প্রয়োজন শুধু নির্বাচন কমিশনের অনুমোদন।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের এ টু যেট আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ যুক্ত হন নিচের লিঙ্ক ক্লিক করে।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page