পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সুখবর। এই নতুন প্রকল্পে বিদ্যার্থীদের লেখাপড়ার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এখন থেকে রাজ্যে বসবাসকারী শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে অর্থের জন্য আর চিন্তা করতে হবে না। রাজ্যের বিশেষ উদ্যোগে টিউশন ফি থেকে শুরু করে ল্যাপটপ কেনার টাকা, হোস্টেলে থাকা খাওয়ার খরচ, বই কেনার টাকা, এডুকেশনাল ট্যুর থেকে শুরু করে লেখাপড়ার আনুষঙ্গিক খরচের সমস্তটাই বহন করবে রাজ্য সরকার।
সরকারের তরফে রাজ্যের পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য প্রদত্ত এই প্রকল্পের অধীনে যদিও ২০১১ সাল থেকেই যোগ্য স্টুডেন্ট দের বৃত্তি প্রদান করা হয়ে আসছে, তবে প্রচারের অভাবে এখনো অনেক পড়ুয়াই এই প্রকল্প রূপ স্কলারশিপের ব্যাপারে জানে না। এই প্রকল্পে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে আবেদনের জন্য কিভাবে দরখাস্ত করতে হবে, কিরকম যোগ্যতা প্রয়োজন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, বিস্তারিত নিচে আলোকপাত করা হলো।
কারা আবেদন করতে পারবেন?
১) আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী শিক্ষার্থী কে রাজ্যের স্বীকৃত যেকোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক পরীক্ষার ২.৫ লাখ টাকার কম হতে হবে।
৪) এই বৃত্তি পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের Engineering/Pharmacy বা Architecture নিয়ে পড়াশোনা করে থাকতে হবে।
৫) AICTE বা SVMCM Scholarship এ আবেদন করে থাকলে এই স্কলারশিপ এর জন্য আবেদন যোগ্য নন।
কিভাবে আবেদন করবেন?
উক্ত স্কলারশিপে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা https://wbhed.gov.in/wbfs/ এই পোর্টালে গিয়ে অনলাইন আবেদন পত্রটি পূরণ করে যথাযথ ডকুমেন্টস স্ক্যান করে আপলোড এর মাধ্যমে দরখাস্ত সাবমিট করতে পারেন। এছাড়াও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে নির্দিষ্ট কলেজ/বিশ্ববিদ্যালয় থেকেই আবেদনপত্র সংগ্রহ করে তা ভালোভাবে পূরণ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানেই প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে জমা দেবেন আবেদনকারী শিক্ষার্থীরা।
আবেদনে জন্য প্রয়োজনীয় নথি:-
১) আবেদনকারীর আধার কার্ড।
২) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩) বর্তমান শ্রেণীতে ভর্তির স্লিপ।
৪) পূর্ববর্তী ক্লাসে বার্ষিক পরীক্ষার প্রগতি পত্র।
৫) বৈধ মোবাইল নম্বর।
৬) পড়ুয়ার বৈধ ইমেইল আইডি।
৭) শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৮) বিদ্যার্থীর Entrance Exam Merit Score Car।
৯) আবেদনকারী স্টুডেন্ট এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথি।
আরও পড়ুনঃ- কন্যা সন্তানের জন্ম হলেই ২১,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে পাবেন?
আবেদনের তারিখ:-
প্রত্যেক বছর ফেব্রুয়ারী-মার্চ মাসে বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। এবছর আবেদনের শেষ তারিখ ছিল ৩১শে মার্চ, ২০২৩। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবার পরের বছর আবেদন করতে পারবেন।
এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ ও ও প্রকল্প সম্বন্ধে সবধরনের আপডেট পেতে আমাদের নিচের যেকোনো মাধ্যমে ফলো করতে পারেন।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
ফেসবুক:- Link
গুগল নিউজ:- Link