এইসকল ফোনগুলিতে আর চলবে না হোয়াটসঅ্যাপ! সার্ভিস সচল রাখতে যা করবেন।

WhatsApp ব্যবহারকারীদের জন্য বিশাল বড়ো আপডেট। পুজোর মধ্যেই এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুলিতে আর চালানো যাবে না জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। Meta পরিচালিত হোয়াটসঅ্যাপ ও গুগল পরিচালিত Google Play Store এর এমন ঘোষণায় তাজ্জব বনে গিয়েছেন দুনিয়াশুদ্ধ লোক। তবে ঠিক কি কারণে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা তার উত্তর খুঁজলো Bangla World।

   

কিছুদিন আগেই গুগল, প্লে স্টোর সার্ভিস ব্যবহারকারীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে জানায় নির্দিষ্ট সংখ্যক কিছু Android Phone এ গুগল প্লেস্টোর এর পরিষেবা বন্ধ করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এবার উক্ত ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে। মূলত এই ধরনের অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহারকারীর সংখ্যা নেহাতই কম হওয়ায় এই সিন্ধান্ত নিয়েছে গুগল।

ওই ফোন গুলিতে প্লেস্টোর পরিষেবার পাশাপাশি WhatsApp Services বন্ধ করার কারণ স্বরূপ বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ৫.০ এর নিচের ভার্সন যুক্ত Android Operating System যেসকল ফোনে রয়েছে সেক্ষেত্রেই কেবল এই সিন্ধান্ত কার্যকরী হতে চলেছে। ৫.০ বা তার উর্ধ্বে অ্যান্ড্রয়েড ভার্সন যুক্ত ফোনে এই প্লেস্টোর নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত লাগু হচ্ছে না।

সমগ্র বিশ্বে এই ৫.০ এর নিচের ভার্সন যুক্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সংখ্যা ১ শতাংশেরও কম যার জন্য সংশ্লিষ্ট ভার্সনে ফোনগুলোতে গুগল প্লেস্টোর পরিষেবা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে গুগল। মোটামুটি চলতি বছর ২৪শে অক্টোবরের পর থেকেই ৫.০ এর নিচের ভার্সযন যুক্ত ফোনে Google Play Store এর পর হোয়াটসঅ্যাপ পরিষেবা প্রদান করা বন্ধ করবে গুগল।

আরও পড়ুনঃ- ফেসবুক ব্যবহার কারীদের জন্য বড়ো আপডেট। ট্যুইটার এর পর এবার মেটা গ্রাহকদের থেকে প্রতি মাসে চার্জ করবে টাকা!

উল্লেখ্য, ৫.০ এর নিচে অর্থাৎ ৪.০ কিটক্যাট ভার্সন পর্যন্ত সংশ্লিষ্ট অ্যান্ড্রয়েড ভার্সন গুলি লঞ্চ করার ১০ বছরের অধিক সময় কেটে গিয়েছে। তাই ওই ভার্সনের ফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ সার্ভিস প্রোভাইড করতে চাইছে না গুগল। হোয়াটসঅ্যাপ পরিষেবা সচল রাখতে এখুনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনটি আপডেট করুন। আপডেট অপশন না থাকলে হোয়াটসঅ্যাপ পরিষেবা উপভোগ করতে আপনাকে উচ্চতর ভার্সন যুক্ত অ্যান্ড্রয়েড ফোন খরিদ করতে হবে।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের সবধরনের বিস্তারিত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ এ অনুসরণ করুন।

ফেসবুক গ্রুপ:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page