অক্টোবর মানেই পুজোর মাস। এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো রয়েইছে। তারমধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, লক্ষ্মীপূজা সহ অন্যান্য যাবতীয় উৎসব থাকায় এমাসে সবচেয়ে বেশি ছুটি থাকার পাশাপাশি বাড়তি কিছু ছুটিও পেয়ে থাকেন সরকারি চাকুরিজীবীরা। অক্টোবরে মোট ১৬ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক ও অন্যান্য সরকারি অফিস।
পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর ছুটির তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার অর্ধেকেরও বেশি মাস (প্রায় ১৬ দিন) পেতে চলেছেন শিক্ষার্থী, ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মীরা। একটানা দীর্ঘদিন বন্ধ থাকবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস কাছারি। এমনিতেই বিভিন্ন স্থানের (রাজ্যের) আঞ্চলিক উৎসবের কারণে ক্ষেত্রবিশেষে বিভিন্ন জায়গাতেই সরকারি অফিস, ব্যাঙ্ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকেই।
তবে পুজোর সময় কোন কোন দিন পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক ও সরকারি অফিস বন্ধ থাকবে তা একনজরে দেখে নিন নিচের তালিকায়। রাজ্য সরকার প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ছাড়াও একটানা দীর্ঘদিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিও। তাই আপনার যদি কোনো প্রয়োজনীয় অফিশিয়াল বা ব্যাংক সংক্রান্ত কাজ থেকে থাকে তবে তা পুজোর ছুটির আগেই যত শীঘ্র সম্ভব সেরে ফেলুন।
অক্টোবর, ২০২৩ সরকারি ছুটির তালিকা একনজরে:-
পয়লা অক্টোবর:- রবিবার ব্যাঙ্ক বন্ধ।
২রা অক্টোবর:- গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ই অক্টোবর:- রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৪ ই অক্টোবর:- মাসের দ্বিতীয় শনিবার ও মহালয়া উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৫ই অক্টোবর:- রবিবার।
২০শে অক্টোবর:- শুক্রবার দু্গাষষ্ঠী উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২১শে অক্টোবর:- শনিবার, মহাসপ্তমী।
২২শে অক্টোবর:- রবিবার ও মহাষ্টমী উপলক্ষ্যে।
২৩শে অক্টোবর:- সোমবার মহানবমীর জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৪শে অক্টোবর:- মঙ্গলবার, বিজয়া দশমী ও দশেরা উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক।
২৮শে অক্টোবর:- চতুর্থ শনিবার ও কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ শে অক্টোবর:- রবিবার বন্ধ ব্যাঙ্ক।
উক্ত দিনগুলোতে বাংলায় তো ব্যাঙ্ক ও সরকারি অফিস বন্ধ থাকছেই। এছাড়াও ১৮ই অক্টোবর আসামে বিহু উপলক্ষ্যে বন্ধ ব্যাঙ্ক। ২৫শে অক্টোবর সিকিমে ও ২৬শে অক্টোবর দশাইন উপলক্ষ্যে ব্যাঙ্ক কর্মীদের ছুটি থাকবে। আবার ২৭শে অক্টোবর, শুক্রবার দশমী উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩১শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে গুজরাটে বন্ধ ব্যাঙ্ক। সব মিলিয়ে মোট ১৬ দিন ব্যাঙ্ক সহ সরকারি অফিস বন্ধ থাকছে।
এমন আরও কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ছুটির গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও গুগল নিউজ এ ফলো করুন।
টেলিগ্রাম:- Link
গুগল নিউজ:- Link