এই ব্যাঙ্ক গুলিতে অ্যাকাউন্ট থাকলে গুরুত্বপূর্ণ আপডেট। না জানলে বিপদ! গ্রাহকদের ওপর কি প্রভাব পড়বে?

আপনার কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক অথবা পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? যদি আপনি উক্ত ব্যাংক গুলির নিয়মিত গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার জন্য। এই বিষয়টি না জানলে পরবর্তীতে অসুবিধার মধ্যে পড়তে পারেন উক্ত তিন ব্যাঙ্কের কাস্টমাররা। নতুন আপডেট এর ফলে কি প্রভাব পড়বে SBI, PSB ও Indian Bank এর পাসবুক হোন্ডার দের।

   

State Bank of India, Indian Bank ও Punjab and Sind Bank সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিরাট আপডেট টি হলো- সম্প্রতি এই ব্যাঙ্ক ত্রয়ের কাছে একটি বিশাল অঙ্কের জরিমানা পৃথক পৃথক ভাবে ধার্য করেছে ভারতীয় ব্যাঙ্কগুলির লাইসেন্স প্রদানকারী, নিয়ম তৈরি ও রক্ষণাবেক্ষণর দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাঙ্কিং সংস্থা Reserve Bank of India। তবে উক্ত তিন ব্যাঙ্ক কে কেন কোটি কোটি টাকা জরিমানা করলো RBI।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, কিছু সংস্থা কে রিজার্ভ ব্যাঙ্কের বাতলে দেওয়া নিয়ম না মেনে ঋণ প্রদান করার জন্য বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক কে। ঋণ প্রদানে আরবিআই এর গুরুত্বপূর্ণ নিয়ম খেলাপ এর জন্যই State Bank কে এক কোটি ত্রিশ লক্ষ টাকা এবং Indian Bank কে এক কোটি বাষট্টি লক্ষ টাকা জরিমানা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কিং সংস্থা।

ইন্ডিয়ান ব্যাঙ্ক কে উক্ত কারণ ছাড়াও RBI গাইডলাইন না মেনে বেশ কিছু Savings A/C খোলার দায়ে এবং মেয়াদ সমাপ্তির পরেও সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ না করার জন্য এই জরিমানা করেছে RBI। এছাড়া Depositor Education and Awareness Fund Scheme এ RBI এর নিয়ম লঙ্ঘন করার জন্য পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক (PSB) কে এক কোটি টাকা জরিমানা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুনঃ- ২০২৫ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম লাগু করতে চলেছে সরকার। সিলেবাস কি বদল হবে?

এই প্রসঙ্গে জনমানসে প্রশ্ন উঠছে দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI কেই যদি RBI এর নিয়ম না মানার কারণে এমন জরিমানার মুখে পড়তে হয়, তবে সাধারণ মানুষ আর কোন ব্যাঙ্কিং সংস্থার ওপরই বা ভরসা রাখবে। যেহেতু এসবিআইতে দেশের কোটি কোটি গ্রাহক।তাদের আমানত জমা রাখেন। তাই এই জরিমানার ফলে, গ্রাহকদের ওপর কোনও প্রভাব পড়বে কিনা তা সংবাদমাধ্যমের তরফে জানতে চাওয়া হলে আরবিআই এর অধিকর্তা জানিয়েছেন, RBI এর নিয়ম মেনে এই জরিমানা করা হয়েছে, যা ব্যাঙ্ক কর্তৃপক্ষ গুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকদের ওপর কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন RBI এর ওই আধিকারিক।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ জয়েন করুন।

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page