বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আজ মহাপঞ্চমী। বাংলার অলিতে-গলিতে পুজো পুজো রব। এরই মধ্যে দুর্গাপূজার সময়তে রাশিচক্রের অবস্থান অনুযায়ী রাশিফল বাতলে দিলেন জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞরা। জানালেন পুজোর দিনগুলো কেমন কাটবে বিশেষ রাশির জাতক-জাতিকাদের। কোন রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে পুজো তা নিচে আলোচনা করা হলো।
গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিভিন্ন রাশির জাতক-জাতিকারা বিভিন্ন রকম ফল লাভ করে থাকেন। রাহু, কেতু, সূর্য, বুধ, শনি, বুধ, বৃহষ্পতি ইত্যাদি গ্রহের বিভিন্নধরনের রাশিতে গোচরের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান রকম চড়াই উৎরাই এর মধ্যে দিয়ে যেতে হয়। তবে পুজোর সময় বিশেষ কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপর মা দুর্গার কৃপাদৃষ্টিতে তাদের ভালো সময় চরমে থাকবে?
১/৩: সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর দুর্গা মায়ের সহানুভূতি সর্বদাই বিরাজ করলেও পুজোর পূর্বে ও শারদোৎসব এর দিনগুলিতে মা এর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের ওপর সুখ সমৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মক্ষেত্রে উন্নতির যোগ পরিলক্ষিত হয়। এই রাশির জাতক জাতিকারা মা দুর্গার অত্যন্ত প্রিয় হন।
২/৩: বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মা দুর্গার বিশেষ কৃপা লাভ করতে চলেছেন দুর্গাপূজার সময়। দেবী দুর্গার আশীর্বাদে পুজোয় ভালো সময় কাটতে চলেছে এই রাশির অধিকারী ব্যক্তিদের। দৈন্য-দুর্দশা কেটে গিয়ে পুজোর উৎসবের দিনগুলোতে অর্থ প্রাপ্তি যোগ পরিলক্ষিত হয় উক্ত রাশির ছক ঘরে।
৩/৩: দুর্গাপূজার সময়তে মেষ রাশির জাতক-জাতিকাদের শুভযোগ পরিলক্ষিত হয়। পুজোর আগে ও পুজোর দিনগুলোতে বেশ সুখ স্বচ্ছন্দ্যে কাটার উক্ত রাশির জাতক জাতিকারা। বিবাহ বিষয়ে সুসংবাদ আসতে পারে। চাকরির যোগ দৃষ্ট হয়।
আরও পড়ুনঃ- শিক্ষা দপ্তরের ছুটির তালিকা: পুজোর মরশুমে কতদিন ছুটি থাকবে শিক্ষক ও পড়ুয়াদের।
উক্ত তিন রাশির জাতক জাতিকা ছাড়াও অন্যান্য রাশির জাতক জাতিকাদের তেমন কোনো বিশেষ গভীর চিন্তা করার কারণ নেই। আসলে, জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহ নক্ষত্রের বিভিন্ন রাশিতে গমন ও অবস্থান পরিবর্তনের কারণেই বিভিন্ন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ফল ভোগ করতে হয়। অন্যান্য রাশির অধিকারী ব্যক্তিরাও পুজোর দিনগুলোতে মিশ্র ফল লাভ করবেন। তবে উপরের রাশির ব্যক্তিরা গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী ও মা দুর্গার কৃপায় অপেক্ষাতর খানিকটা বেশি ভালো ফল লাভ করবেন।
এমন আরও গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের অবশ্যই টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এ জয়েন করুন।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link