আগামীকাল সকাল ৯ টায় মাধ্যমিকের ফলাফল। মোবাইলে এক ক্লিকে রেজাল্ট চেক করুন এভাবে।

আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট। রাত পোহাইলেই দশমের রেজাল্ট প্রকাশ করবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। সকাল ৯ ঘটিকায় সাংবাদিক সম্মেলনে রাজ্যের অন্যতম মেগা পরীক্ষা মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে WBBSE। ওয়েবসাইটেও প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। কিভাবে চেক করবেন রেজাল্ট? বিদ্যালয় গুলিই বা কখন বিতরণ করবে মার্কশীট?

   

আগামীকাল অর্থাৎ ২রা মে প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ Madhyamik Pariksha এর Result। এবছর পরীক্ষায় বসেছিল প্রায় দশ লাখ শিক্ষার্থী। পরীক্ষা পর্ব সম্পন্ন হয়েছে ২রা ফেব্রুয়ারী থেকে ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত। এতদিন বিদ্যার্থী অভিভাবক সকলেই অপেক্ষা করছিলেন ফলাফল প্রকাশের জন্য।

চব্বিশে লোকসভা নির্বাচনের কারণে এবার স্বাভাবিক সময়েররথেকে একমাস আগেই অনুষ্ঠিত হয় মাধ্যমিক পরীক্ষা। শিক্ষামন্ত্রীর পূর্ব ঘোষণা মতো পরীক্ষার তিন মের মাথায় ফলাফল প্রকাশ রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের। সকাল নয় ঘটিকায় সাংবাদিক বৈঠকে দশমের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বোর্ড। রাজ্যের মধ্যে প্রথম থেকে দশম স্থানাধিকারীর নাম ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

সকাল ন’টার পরে নিচের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। সকাল ১০ টা থেকে রাজ্যের স্কুলে স্কুলে মার্কশীট বিতরণ করা হবে। মার্কশীট সংগ্রহ করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট সঙ্গে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ- স্ত্রীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে ৫ লাখ টাকা পাবেন। বিস্তারিত জানুন।

wb-10th-result-will-publish-tomorrow-at-9-am

অনলাইনে মাধ্যমিক ফলাফল জানার মাধ্যম:-

wbbse.wb.gov.in
wbresults.nic.in

উক্ত ওয়েবসাইটে গিয়ে Madhyamik Result 2024 এ ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে মাধ্যমিকের রোল নম্বর ও পড়ুয়ার জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে পরীক্ষার্থীর মাধ্যমিকের ফলাফল নম্বর, গ্রেড ও পার্সেন্টাইল সহ ভেসে উঠবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উক্ত পরীক্ষা এবং রাজ্য ও সেন্ট্রাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচি, ফলাফল, প্রশ্নপত্র ও উক্ত সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ লেটেস্ট খবরাখবর সম্বন্ধে সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এবং ফেসবুক বা গুগল নিউজ এ ফলো করতে পারেন।

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link

টেলিগ্রাম:- Link

Like Facebook Page