দারুণ সব প্রতিশ্রুতি। ধুমধাড়াক্কা ইশতেহারে রেষারেষি। ভোটের মুখে বিরাট ঘোষণা।পাব্লিকের জন্য এই কাজগুলি হবে।

দারুণ সব প্রতিশ্রুতি। লোকসভা নির্বাচনের সূচনা লগ্নে বড়ো ঘোষণা দুই দলের। পরিবর্তনের লড়াইয়ের কথা বলে জমকালো ইশতেহার প্রকাশ ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পার্টি দ্বয়ের। ভোটের মুখে জনসাধারণের জন্য বিরাট সুবিধা প্রদান দুই দলের। এক নতুন আঙ্গিকে নব ভারতকে গড়ার আহ্বান করে নিজ নিজ দলের মতোন করে প্রচার দিগবিদিকে।

   

১৯শে এপ্রিল দেশজুড়ে শুরু হয়েছে Lok Sabha Election 2024। নির্বাচনের প্রথম দফার আগে কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য ম্যানিফেস্টো প্রকাশ করে। শাসক শ্রেণির পাশাপাশি ইশতেহার প্রকাশ করে আরও দুই বিরোধী দল। কোনো দল প্রতিশ্রুতি দেয় নারী, কৃষক ও যুবকদের উন্নতিকল্পে নব ভারত গড়ার তো অন্য আরেক দল পরিবর্তনের ডাক দিয়ে জনসাধারণের পাশে থেকে সকল দরিদ্রদের নির্বিচারে পাকা বাড়ি তৈরির আশ্বাস দিয়েছেন।

এদিন Indian National Congress দল সাংবাদিক সম্মেলনে তাদের দলীয় ইশতেহার প্রকাশ করে। কংগ্রেসের ম্যানিফেস্টোর নাম ন্যায়পত্র। এই ইশতেহারে কংগ্রেস দল জনসাধারণ কে প্রতিশ্রুতি দিয়েছে তারা নির্বাচনে জয়ী হলে দেশের নারী, কৃষক ও যুবাদের সার্বিক উন্নতির জন্য তারা সংকল্প তৈরি করবে এবং সর্বপ্রথম জার্মানির মডেলে দেশে শিক্ষাব্যবস্থা চালু করবে।

এই এডুকেশন সিস্টেমে কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ করতে পারবে যাতে পড়ুয়ারা প্রতিযোগিতার চাকরির বাজারে আগে থেকেই পরিকাঠামোগত ব্যবস্থা উপলব্ধি করে উপযুক্ত চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে।

আরও পড়ুনঃ- ২০১৭ -র প্রাথমিক নিয়োগ নিয়ে বড়ো আপডেট। চিন্তায় ঘুম উড়ল শিক্ষকদের!

big-update-on-congress-and-tmc-manifesto

এছাড়াও এদিন তৃণমূল কংগ্রেস দলও লোকসভা নির্বাচনের জন্য জনসাধারণের প্রতি তাদের প্রতিশ্রুতি পত্র ব্যক্ত করেছে। তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় সভায় লক্ষ্মীর ভান্ডার কে হাতিয়ার করে বিরাট বক্তৃতা দেন। কেন্দ্র সরকার যে রাজ্যের মানুষের জন্য বরাদ্দ বিরাট পরিমাণ টাকা আটকে রেখেছে, তার বিরূদ্ধে সোচ্চার হয়েছেন AB।

এদিন এবি আরও জানিয়েছেন রাজ্যের সাধারণ দিন আনি দিন খাই মানুষের কষ্টার্জিত ১০০ দিনের কাজের টাকা, আবাস প্লাসের গৃহহীনদের বাড়ির টাকা দিচ্ছে না মোদি সরকার। তাই নির্বাচনে জিতলে গরিবের বাড়ি তৈরির টাকা মা মাটি মানুষের সরকারই সাধারণ মানুষ কে দেবে। ভবিষ্যতে টিএমসি সরকারই দেশকে পদ দেখাবে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট যেকোনো স্কলারশিপ, বিভিন্ন যোজনা এবং সরকারি চাকরির সরাসরি আরও বেশি বেশি আপডেট পেতে আমাদের Telegram ও WhatsApp এ যোগাযোগ করুন। ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page