বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার! ভোটের আবহে জনপ্রিয় প্রকল্প নিয়ে বড়ো আপডেট উঠে এলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড়ো আপডেট। বাংলার জনপ্রিয় স্কিম নিয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক খবর এইমাত্র উঠে এলো। মানা যাবে না এই নিয়ম। নইলেই বন্ধ হয়ে যাবে Laxmir Bhandar Scheme। এই প্রকল্পে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। লোকসভা নির্বাচনের আবহে এমনই খবর শোনালো সংবাদমাধ্যম গুলি। হঠাৎ কেন এমন সতর্কবানী শোনা গেল জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।

   

একুশে বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বেকার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথামতো নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও নন্দীগ্রামে দাঁড়িয়ে জিততে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা ব্যানার্জি।

পরে উপনির্বাচনে নিজের গড় ভবানীপুর থেকে পুনরায় জিতে সাংবিধানিক পদ রক্ষা করেন মাননীয়া তৃণমূল সুপ্রিমো। একুশ থেকে চব্বিশ, এরইমধ্যে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখার মতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে রাজ্য সরকার।

বাংলা তথা দেশজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাধারণ লোকসভা নির্বাচন ২০২৪। এদিন প্রথম দফার ভোট শুরুর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় CAB করতে দেবেন না। CAA (Citizenship Amendment Act) যদি মাছের মাথা হয়, তবে NRC (National Register of Citizens) হলো ল্যাজা।

এদিন বিরোধীদের বিদ্ধ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় এনআরসি হলে আপনি বাংলাদেশি হয়ে যাবেন। তখন আর লক্ষ্মীর ভান্ডার পাবেন না। নাহলে আপনাদেরও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে।

আরও পড়ুনঃ- দারুণ সব প্রতিশ্রুতি। ধুমধাড়াক্কা ইশতেহারে রেষারেষি। ভোটের মুখে বিরাট ঘোষণা।

the-laxmir-bhandar-scheme-will-be-closed-due-to-caa-rule

বলা বাহুল্য Laksmir Bhandar প্রকল্প রাজ্যে জনপ্রিয়তার শিখরর ছুঁয়েছে। এমনকি বাংলার এই প্রকল্প কে নাকি অনুসরণ করছে অন্যান্য রাজ্যগুলি। উল্লেখ্য, চলতি মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল ও তপশিলিদের জন্য ভাতা বৃদ্ধি করেছেন যথাক্রমে ৫০০ ও ২০০ টাকা। এছাড়া মে মাসের মধ্যে কেন্দ্র টাকা না পাঠালে রাজ্যের টাকাতেই বাংলার মানুষ কে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্র টাকা না পাঠালেও রাজ্যের টাকাতে বাড়ি হচ্ছে, রাস্তা হচ্ছে। কেন্দ্র টাকা দেয়ার আগেই ১০০ দিনের কাজের টাকা পাচ্ছে মানুষ! এই প্রসঙ্গে বিরোধী দলগুলোর TMC সরকারের বিরুদ্ধে কটাক্ষ, এত যখন উন্নতি হয়েছে, তবে কেন দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে হচ্ছে সরকার কে। ঊনিশে লোকসভা নির্বাচনের প্রচারে ৪২ আসনেই প্রার্থী আমি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এমনকি একুশে বিধানসভা ও ২৪শে লোকসভা নির্বাচনের প্রচারের সভায়ও মুখ্যমন্ত্রী নিজেই বলেন, আমার মুখটি মনে করে ভোটবাক্সে ভোটটা দেবেন তৃণমূল প্রার্থীদের। তবে দুর্নীতির প্রমাণিত হলে তিনি কেন দায় নেবেন না বলে তীব্র কটাক্ষ বিরোধী দলগুলির।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সমস্তরকম গুরুত্বপূর্ণ ও পুঙ্খানুপুঙ্খ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link