এই গুরুত্বপূর্ণ স্কলারশিপ এ আবেদন করে পেয়ে যাবেন প্রতি বছর ৩৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিদ্যার্থী পড়ুয়াদের জন্য দারুন সুখবর। পড়াশোনায় মোটামুটি ও দুঃস্থ পড়ুয়াদের উচ্চশিক্ষা লাভে ও পড়াশোনার সাহায্যার্থে স্কলারশিপ প্রদান করে চলেছে Bharathi Cement Corporation। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা মধ্যমান ছাত্র-ছাত্রীরা যাতে লেখাপড়া করে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য প্রতিবছর কোর্স অনুযায়ী ভালো পরিমাণ টাকা বৃত্তি দিয়ে থাকে ওই সংস্থা।

   

এই স্কলারশিপ এ আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, কোন ক্লাসে কত টাকা দেওয়া হয়, আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

এই স্কলারশিপ এ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

ভারতী সিমেন্ট স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যক।

১) আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) ছাত্র ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন।
৩) নবম-দ্বাদশ, ITI, Diploma, UG ও PG কোর্সের পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
৪) আবেদনকারী পড়ুয়া কে Full Time Regular Course এ পাঠরত হতে হবে।
৫) আবেদনকারী কে অবশ্যই UGC/সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
৬) আবেদনকারী কে পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৭) আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৫ লাখ টাকার মধ্যে হতে হবে।

কোন ক্লাসে কত টাকা দেওয়া হয়?

ভারতী সিমেন্ট স্কলারশিপ এর অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণী, আইটিআই পাঠরত পড়ুয়াদের বার্ষিক ১০,০০০ টাকা, BA, BSC, BCom ও BCA পাঠরতদের বছরে ২০,০০০ টাকা, ইঞ্জিনিয়ারিং স্নাতকদের কোর্স চলাকালীন প্রতিবছর ৩৫,০০০ টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রি তে পাঠরত পড়ুয়াদের বার্ষিক ২৫,০০০ টাকা এবং ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়াদের প্রত্যেক বছর ১৫,০০০ টাকা করে স্কলারশিপ দিয়ে থাকে ভারতী সিমেন্ট কর্পোরেশন।

কিভাবে আবেদন করবেন?

এই বৃত্তি তে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা প্রথমে https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/scholarship পোর্টালে গিয়ে নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করুন। Application, Submit এর আগে পূরণ করা সমস্ত তথ্য একবারে খতিয়ে দেখে দরখাস্ত জমা করুন।

আরও পড়ুনঃ- লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন আবেদনকারীদের জন্য বড়ো ঘোষণা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার।

আবেদনের জন্য দরকারি নথি:-

উক্ত স্কলারশিপ এ আবেদনের সময় আবেদনকারী কে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে।

১) আবেদনকারীর সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।
২) Passport Size এর Photograph।
৩) মাধ্যমিক Admit Card বা Birth Certificate।
৪) বর্তমান শ্রেণীতে ভর্তির প্রমাণপত্র।
৫) আগের ক্লাসে বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৬) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৭) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিস্তারিত।

আবেদনের শেষ তারিখ:-

চলতি বছর এই স্কলারশিপ এ আবেদনের শেষ তারিখ ১৫ই অক্টোবর, ২০২৩ পর্যন্ত অর্থাৎ ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপ এ আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবার আগামী বছর আবেদন করতে পারবেন।

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Telegram ও Google News এ ফলো করুন।

Telegram Group:- Link

Google News:- Link