দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম লাগু করলো ভারতীয় রেল।

দূরপাল্লার ট্রেনে সফরের সময় বিভিন্ন বিষয়ে একাধিক ক্ষেত্রে নয়া নিয়ম জারি করলো Indian Railways। সকল রেল যাত্রী কেই বাধ্যতামূলকভাবে এই নিয়মগুলি মেনে ট্রেনে ভ্রমণ করতে হবে। নাহলে বিরাট অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে, এমনটাই জানা গিয়েছে ভারতীয় রেল সূত্রে। কি সেই নিয়মগুলি তা জানতে সম্পূর্ণ প্রতিবেদন মনযোগ সহকারে পড়তে অনুরোধ করা হচ্ছে।

   

ভারতবর্ষে একস্থান থেকে অন্যস্থানে স্বল্প খরচে তাড়াতাড়ি ভ্রমণের সবচেয়ে সহজলভ্য মাধ্যম হলো ট্রেন। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রেও একটু সময় বেশি লাগলেও মোটামুটি খরচের মধ্যে ট্রেনই একমাত্র ভরসা মধ্যবিত্তদের জন্য। আর এই ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে এবার একাধিক নিয়মাবলি ও বিধিনিষেধ আরোপ করলো রেল দপ্তর।

অনেক সময়ই দূরপাল্লার ট্রেন যাত্রীদের তরফে অভিযোগ ওঠে, কতিপয় লোকের ঘুমোনোর সময় আলো জ্বালানো, গভীর রাতে আওয়াজ করে কথা বলা বা গান শোনা এমনকি খাওয়ার খাওয়ার ফলে তিতিবিরক্ত হন ট্রেনে ভ্রমণরত বেশিরভাগ যাত্রী। তাই দূরপাল্লার ট্রেন যাত্রীরা রেল সফরের সময় যাতে কোনওরকম অসুবিধার মধ্যে না পড়েন এবং যাত্রীদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করে এই বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল।

ভারতীয় রেল সূত্রে খবর, প্রধানত দূরপাল্লার ট্রেনে স্লিপার ও এসি কোচগুলিতে এই নিয়মাবলি বেশি প্রাধান্য পাবে। জানা গিয়েছে এখন থেকে দূরপাল্লার ট্রেনে সফরের সময় যাত্রীরা ট্রেনে আট ঘন্টা পর্যন্তই ঘুমোতে পারবেন। রাত্রি দশটা থেকে সকাল আটটা থেকে ঘুমোনোর সময়। এই সময়ের পরে ঘুমোনোর ক্ষেত্রে যাত্রীদের ফাইন হতে পারে। কেননা সকাল ৬ টার পরে বসে যাত্রা করার সময়। তাই সকাল ৬ টার পরে মাঝের বার্থ বন্ধ করে দিতে হবে।

আরও পড়ুনঃ- সরকার সকল ব্যক্তিকেই দিচ্ছে ১০ লাখ টাকার সুবিধা। কিভাবে পাবেন জানুন বিস্তারিত।

এরপর রাতে দশটার পরে রাতের আলো ব্যতিরেকে অন্যান্য সব ধরনের ট্রেনের ভেতরের আলো বন্ধ রাখতে হবে যাত্রীদের। উচ্চস্বরে কথা বলা বা জোরে গান শোনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রেল বিভাগ। গান শুনতে রেল যাত্রীরা Earphone বা হেডফোনের মতো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করতে পারবেন। এমনি রাত্রি দশটার পরে প্যান্ট্রি কার বা অন্য কোনো অ্যাপে খাবার অর্ডার করার ওপরেও নিষেধাজ্ঞা থাকছে।

ভারতীয় রেলওয়ে সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনে সফরের ক্ষেত্রে সকল যাত্রীকেই এই উপরিউক্ত নিয়মগুলো মেনে চলতে হবে। নইলে অভিযোগের ভিত্তিতে অপরাধের প্রমাণ মিললে শাস্তি বা জরিমানা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে রেল ভবন।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page