নেটফ্লিক্স যেকোনো প্রিমিয়াম সিনেমা দেখুন মন ভরে। জিওর এই প্রিপেইড প্ল্যান দিচ্ছে ফ্রী তে Netflix সাবস্ক্রিপশন অফার!

ফ্রেন্ড এর Password শেয়ার করে নেটফ্লিক্স এ Web Series বা মুভি দেখার পথ বন্ধ করে দিল নেটফ্লিক্স কোম্পানি। এই পরিস্থিতিতে Netflix এর সঙ্গে গাঁটছড়া বেঁধে দুটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান লঞ্চ করলো মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও গোষ্ঠী। কি কি সুবিধা থাকছে এই প্ল্যান গুলিতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ আলোচনাটি পড়তে ভুলবেন না।

   

উল্লেখ্য, অনেক আগেই Jio Fibre এবং Jio Postpaid প্ল্যানে ফ্রী তে নেটফ্লিক্স দেখার সুযোগ দিয়েছে Reliance Jio। এবারে জিও Prepaid Plan লঞ্চ করে ফ্রী তে নেটফ্লিক্স ওয়েবসিরিজ উপভোগ করার বিরাট সুযোগ দিচ্ছে জিও। জিওর এই দুই প্রিপেইড মাস্টার প্ল্যানে ফ্রী নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ছাড়াও থাকছে একাধিক আকর্ষণীয় অফার।

জিও সম্প্রতি নেটফ্লিক্স অফারের সহিত যে দুটি প্ল্যান লঞ্চ করেছে, তার মধ্যে একটি হলো প্রতিদিন ২ জিবি অফুরন্ত ৫জি নেট সহ স্বাগতম বোনাস। চুরাশি দিনের জন্য বৈধ এই প্রিপেইড প্ল্যানটির মূল্য ১,০৯৯ টাকা। এছাড়াও এই প্ল্যানের মধ্যে থাকছে দৈনিক ১০০ এসএমএস, আনলিমিটেড কলিং, জিওসিনেমা, জিওটিভি এবং জিওক্লাউড এর মতো একাধিক সুযোগ-সুবিধা।

জিওর দ্বিতীয় প্ল্যানটি হলো যেটির সাথে Netflix Free Subscription এর অফার রয়েছে সেটি হলো জিও ১৪৯৯ টাকার প্ল্যান। এই প্রিপেইড প্ল্যান এ ফ্রী নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ছাড়াও থাকছে Unlimited Calling, প্রতিদিন একশো SMS, Jio Cinema, JioTV এবং JioCloud এর মতো একগুচ্ছ সুবিধা রয়েছে এই দুটি প্রিপেইড প্ল্যান এ।

আরও পড়ুনঃ- এই স্কলারশিপ এ আবেদন করে প্রতি বছর ১২,০০০ টাকা বৃত্তি পান ছাত্র-ছাত্রীরা।

উক্ত দুই প্রিপেইড প্ল্যান প্রসঙ্গে জিওতে কর্মরত এক কর্মকর্তা বলেন, নেটফ্লিক্স এর মতো আন্তর্জাতিক মানের কোম্পানির সাথে জিও বহুদিন ধরেই কাজ করে চলেছে। ভবিষ্যতেও দুই সংস্থার মধ্যে একাধিক বিষয়ে শেয়ার বা চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিলেন ওই জিও কর্মকর্তা। এদিকে জিও প্রিপেইড প্ল্যান এ নেটফ্লিক্স ফ্রী সাবস্ক্রিপশন পেয়ে খুশির নবজোয়ারে ভাসছেন নেটফ্লিক্স সিনেমা ও ওয়েবসিরিজ প্রেমীরা।

এরকম আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের সবিস্তারে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলো করতে ভুলবেন না। তথ্যটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page