ঘরে কন্যা সন্তান থাকলে এই প্রকল্পে বিভিন্ন ধাপে ১৫,০০০ টাকা দেবে সরকার।

বাড়িতে মেয়ে সন্তান থাকলে ১৫,০০০ টাকা করে দেবে সরকার। এমনই এক গুরুত্বপূর্ণ খবরের আপডেট উঠে এসেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনার বাড়িতেও যদি কন্যা সন্তান থেকে থাকে, তবে এই খবরটি আপনার জন্য। দেশের দুঃস্থ পরিবারগুলির কন্যা সন্তানের সার্বিক উন্নতির জন্য এই আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। কোন প্রকল্পে এই টাকা দেওয়া হবে? আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়তে থাকুন।

   

সম্প্রতি রাজ্যের দুঃস্থ পরিবার গুলির কন্যা সন্তানদের পড়াশোনার সাহায্যার্থে ও তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ২০২১ সালে কন্যা সুমঙ্গলা যোজনা প্রকল্পে সর্বমোট পনেরো হাজার টাকা মোট ছয় কিস্তিতে দেওয়ার ঘোষণা করে ইউপি সরকার। কন্যা সন্তান জন্মের পর থেকেই নাম নিবন্ধনের মাধ্যমে কন্যার মাতা-পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা ৬টি কিস্তি দিয়ে থাকে যোগী সরকার।

কারা এই টাকা পাওয়ার যোগ্য?

১) পরিবারে সর্বোচ্চ দুটি কন্যা সন্তান থাকলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
২) প্রথম সন্তান কন্যা এবং পরে জমজ কন্যা সন্তান হলে তিন কন্যার জন্যই এই প্রকল্পের আওতায় টাকা পাবেন।
৩) পরিবারের বার্ষিক আয় তিন লাখ টাকার মধ্যে হতে হবে।
৪) আবেদনকারী কে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কোন কিস্তিতে কত টাকা পাবেন?

উক্ত প্রকল্পের অধীনে কন্যা জন্মানোর পর দুই হাজার টাকা দেওয়া হয়। এরপর ১ বছর বয়সে ২য় কিস্তির এক হাজার টাকা, প্রথম শ্রেণীতে ভর্তির সময় ৩য় কিস্তির দুই হাজার টাকা, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় দুই হাজার টাকা, নবম শ্রেণিতে ভর্তির সময় ৫ম কিস্তির ৩,০০০ টাকা এবং ৬ষ্ঠ কিস্তির পাঁচ হাজার টাকা দশম বা দ্বাদশ পাসের পরে দেওয়া হয়।

আবেদন প্রসেস:-

Kanya Sumangala Yojana এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা প্রথমে https://mksy.up.gov.in/women_welfare/citizen/guest_login.php ওয়েবসাইটে গিয়ে নাম রেজিষ্ট্রেশন করে নেবেন। এরপর আপনাকে রিডাইরেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম পেজটি খুলে যাবে। এখন প্রয়োজনীয় তথ্য সহযোগে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড ও দরখাস্ত সাবমিট করেন।

আরও পড়ুনঃ- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পেছানো হবে পরীক্ষা!

কি কি Documents দরকার?

১) আবেদনকারীর আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) রেশন কার্ড।
৪) স্থায়ী বাসিন্দার শংসাপত্র।
৫) Valid Telephone Bill

এমন বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ প্রকল্প সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করুন।

WhatsApp Channel:- Link

Like Facebook Page