এই বৃত্তি তে আবেদন করলে পড়াশোনার জন্য ১.৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন স্টুডেন্ট রা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষার্থী ছাত্রীদের জন্য সুখবর। যেসকল পড়ুয়া বিশেষত মেয়েরা স্কলারশিপের সাহায্যে নিজের উচ্চ শিক্ষা কে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে চাইছেন, তাদের জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে কোটক মহিন্দ্রা গ্রুপ। বিদ্যার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ, টিউশন ফি থেকে শুরু করে হোস্টেল ফি ; ল্যাপটপ থেকে শুরু করে স্কিল টেস্ট সমস্ত বহন করবে Kotak Mahindra Group। এর জন্য যোগ্য স্টুডেন্টদের ভালো পরিমাণ টাকা স্কলারশিপ দিচ্ছে উক্ত গ্রুপ।

   

এই স্কলারশিপ এর নাম কোটক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship)। এই স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারীর কি কি যোগ্যতা প্রয়োজন? আবেদন করবেন কিভাবে? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? কত টাকা বৃত্তি দেওয়া হয়? সমস্ত টা জানুন নিচের আলোচনায়। আবেদন প্রক্রিয়া নিচে দেওয়া রয়েছে। ৷ আগ্রহী প্রার্থীরা শেষ তারিখের আগে আবেদন করবেন।

আবেদন যোগ্যতা:-

কোটক কন্যা স্কলারশিপ এ আবেদনের জন্য একজন প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা গুলি প্রয়োজন।

১) আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী কে উচ্চ মাধ্যমিক পাস করে UGC স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
৩) বিদ্যার্থীর পরিবারের বছরের ইনকাম ৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৪) কেবল শিক্ষার্থী ছাত্রীরাই এই স্কলারশিপ এর জন্য যোগ্য।
৫) আবেদনকারী পড়ুয়া কে উচ্চ মাধ্যমিক স্তরে পঁচাশি শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৬) আবেদনকারী কে Medical, Engineering, Law, Business, Architecture, Nursing, Design বা Agriculture এর মতো Professional Course এ পাঠরত হতে হবে।

স্কলারশিপের পরিমাণ:-

কোটক স্কলারশিপ আবেদন করলে যোগ্য প্রার্থীরা তাদের পড়াশোনার জন্য টিউশন ফি, হোস্টেল ফি, ল্যাপটপ, Spoken English ও Skills Training সহ যাবতীয় আনুষঙ্গিক খরচের জন্য বার্ষিক সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পাবেন Kotak Mahindra Group এর তরফে।

আবেদন প্রক্রিয়া:-

প্রথমে https://kotakeducation.org/kotak-kanya-scholarship/ সাইটে গিয়ে স্ক্রল করে নিচে থাকা Apply Now এ ক্লিক করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাহায্যে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। আবেদনের সময় Required Documents নির্দিষ্ট Size Format এ স্ক্যান করে আপলোড করবেন। দরখাস্ত পূরণ করা সমস্ত তথ্য খতিয়ে দেখে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন।

আরও পড়ুনঃ- ছাত্র-ছাত্রীদের বার্ষিক ২.৫ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। শীঘ্রই আবেদন করুন।

প্রয়োজনীয় কাগজপত্র:-

Kotak Kanya Scholarship এ আবেদনের জন্য নিচের ডকুমেন্টস গুলি প্রয়োজন।

১) আবেদনকারীর আধার কার্ড।
২) আবেদনকারী শিক্ষার্থীর কালার পাসপোর্ট ছবি।
৩) ১০+২ এর মার্কশীট।
৪) বর্তমান কোর্সে ভর্তির রসিদ।
৫) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র
৬) প্রবেশিকা পরীক্ষার Score Card (If Any)।
৭) আবেদনকারী পড়ুয়ার Bank Account Details।

আবেদনের শেষ দিন:-

চলতি বছর এই স্কলারশিপ এ আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ছিল ৩০শে সেপ্টেম্বর, ২০২৩। আগ্রহী প্রার্থীরা আগামী বছর ফের আবেদন করতে পারবেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ একাধিক নতুন নতুন স্কলারশিপ সম্বন্ধে প্রতিনিয়ত বিস্তারিত আপডেট পেতে আমাদের অবশ্যই টেলিগ্রাম ও গুগল নিউজ এ ফলো করতে ভুলবেন না।

Telegram Group:- Link

Google News:- Link